Published : Jun 11, 2020, 12:36 AM ISTUpdated : Jun 11, 2020, 12:37 AM IST
লকডাউনের মেয়াদ বেড়ে চলেছিল ক্রমশ। ওয়ার্ক ফ্রম হোম, নেটফ্লিক্স, অ্যামাজনে আর কিছুতেই দিন কাটছিল না সাধারণ মানুষের। সিরিজ, মুভি, গান শোনা, বাই পড়া কিছুতেই যেন আর সময় কাটছে না। লকডাউনের বিনোদনের সুরাহা ছিল দেবলীনা কুমারের ইনস্টাগ্রাম। এখনও আছে বই কি। লকডাউনের সময় এবং লকডাউনের পরও দেবলীনার নানা পোস্টে মনোরঞ্জন খুঁজে পেয়েছে নেটিজেনরা। যেমন এরই মধ্যে একটি ইউএসপি হল দেবলীনার টোনড ব্যাক। তিনি ফিটনেস নিয়ে প্রচন্ড ওয়াকিবহল। লকডাউনে জিমে যেতে না পারলেও নিয়মিত ওয়ার্ক আউট করে গিয়েছেন বাড়িতেই।