সত্যি কি সিনেপর্দায় ধরা দিতে চলেছেন মধুমিতা-যশ, ভক্তমহলে উত্তেজনার অন্ত নেই

Published : Oct 17, 2020, 10:19 PM IST

পাখি কুমারী ঘোষ দস্তিদার এবং অরণ্য সিংহ রায়। এই দুই মানুষের জন্য এক সময় পাগল ছিল দর্শকমহল। পাখি-অরণ্য জুটি সারা ফেলেছিল বাংলা টেলি জগতে। কেন এত তাড়াতাড়ি শেষ হয়েছিল 'বোঝেনা সে বোঝেনা' ধারাবাহিক, এই প্রশ্ন প্রায় ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছিল ভক্তদের। পাখি অর্থাৎ মধুমিতা সরকার এবং অরণ্য অর্থাৎ যশ দাশগুপ্ত, একে অপরের জন্য যেন মেড ফর ইচ আদার। এমনই আজও মানে ভক্তরা। 

PREV
18
সত্যি কি সিনেপর্দায় ধরা দিতে চলেছেন মধুমিতা-যশ, ভক্তমহলে উত্তেজনার অন্ত নেই

আজও পর্যন্ত স্টার জলসার যে কোনও সোশ্যাল মিডিয়া পোস্টে, কিংবা যশ ও মধুমিতার আলাদা সাক্ষাৎকারেও তাদের একই বক্তব্য। 

28

সেই সব পোস্টে, ভিডিওতে তাদের একটাই প্রশ্ন, কবে ফের পর্দায় দেখা যাবে মধুমিতা এবং যশকে। 

38

এই প্রশ্ন আরও বেশি জড়ালো হয় মধুমিতার টলিউড ডেবিউর পর। 'লাভ আজকাল পরশু' ছবির হাত ধরে ডেবিউ করেন মধুমিতা। 

48


তাঁর বিপরীতে অর্জুন চক্রবর্তীকে পেয়ে মোটেই খুশি হননি 'যশ্মিতা'র ভক্তরা। বরং চেয়েছিল যশকে।

58

কবে তাঁদের একই স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে। প্রশ্ন তুলেই চলেছে ভক্তরা। এরই মধ্যে এক খবরে প্রায় রে রে করে উঠেছে তারা। 

68

একটি ভুয়ো খবর সম্প্রতি ছড়িয়েছিল যে মধুমিতা এবং যশকে অবশেষে একসঙ্গে দেখা যাবে। তবে তেমনটা একেবারেই নয়। 

78

খবরটি ছড়ানো মাত্রই ভক্তরা উৎসাহিত হয়ে ওঠে ঠিকই তবে খবরের সত্যতা যাচাই করতে গিয়েই জানতে পারে এটি ভুয়ো খবর। 

88

তাতেই বেজায় চটেছে তারা। মধুমিতা এবং যশের জুটি তাদের কাছে কোনও আবেগের চেয়ে কম কিছু নয়। তাই আবেগ নিয়ে মিথ্যে ছেলেখেলা না করাই শ্রেয়।

click me!

Recommended Stories