Hotness অ্যালার্ট, এ যেন সাক্ষাৎ বার্বি ডল, মধুমিতার গোলাপী ঠোঁটে উষ্ণতার ছোঁয়া

Published : Oct 05, 2020, 02:54 PM IST

মধুমিতা সরকারে জীবন এবং শরীর জুড়ে এখন কেবল প্রেমেরই আনাগোনা। এমনটা তিনি নিজেই বললেন ছবি আপলোড করে। ক্যাপশনে লিখেছেন লাভ ইজ ইন দ্য হেয়ার। প্রেমের ছোঁয়া তাঁর সিল্কি চুলেই। এবার তাঁর স্লো মোশনের প্রেমে পড়ল গোটা সাইবারদুনিয়া। একটি ভিডিও আপলোড করতেই ভিড় জমেছে ভক্তদের। মধুমিতার ফিগারের প্রশংসা যত করা হয় ততই কম। শরীরে এক ফোটাও অতিরিক্ত মেদ কীকরে নেই তাঁর। কীভাবে লকডাউনের পরও এমন স্লিম ট্রিম করে ধরে রেখেছেন তিনি। প্রশ্ন সকল ভক্তদের। 

PREV
18
Hotness অ্যালার্ট, এ যেন সাক্ষাৎ বার্বি ডল, মধুমিতার গোলাপী ঠোঁটে উষ্ণতার ছোঁয়া

এখানে উত্তর একটাই। শরীরচর্চা এবং সঠিক খাবার। সাদা টিশার্ট, লাল হটপ্যান্ট। সঙ্গে নো মেকআপ লুক। 

 

28

তাঁর স্নিগ্ধতায় মুগ্ধ হল দর্শকমহল। শরীরচর্চার পাশাপাশি তাঁর গ্ল্যামারেরও কোনও তুলনা হয় না। 

 

38

এই গ্ল্যামার আরও বাড়াতে এবার গোলাপী গাউনে ধরা দিলেন টলিউডের ডিভা মধুমিতা।

48

ফুশিয়া গোলাপী শেডের গাউনে নিজেকে সাজিয়েছেন মধুমিতা। সঙ্গে মেকআপেও গোলাপী রঙের ছোঁয়া। 

58

গোলাপী ঠোঁট, গোলাপী নেলপলিশ, সঙ্গে অফ শোল্ডার গোলাপী গাউন। চারিদিকেই এখন গোলাপী রঙের আভাস। 

68

এ যেন সাক্ষাৎ বার্বি ডল। তাঁকে দেখে একের পর এক নেটিজেনদের বুকের ধুকপুকুনি ক্রমশ বেড়ে চলেছে। 

78

এই ধরণের গাউনে সাধারণত অভিনেত্রীদের বেশ গ্ল্যামারাস দেখায়। অথচ গ্ল্যামারাসের জায়গায় তিনি একেবারে গার্ল নেক্সট ডোর ভাব নিয়ে এলেন। 

 

88

বার্বি ডলের বেশে ধরা দিয়ে মধুমিতা ফের সোশ্যাল মিডিয়া ক্যুইন হয়ে উঠেছেন। এই কাজ অবশ্য তাঁর নিত্যদিনের। কিছু না কিছু পোস্ট করে ভাইরাল হয়ে ওঠেন মধুমিতা। 

 

click me!

Recommended Stories