ভোটের বাজারে উষ্ণতার পাদর চরালেন মধুমিতা, একাধিক হট পোজে ভাইরাল সেলেব কুইন

Published : Mar 27, 2021, 05:12 PM IST

মধুমিতা সরকার মানেই উষ্ণ পোজে ভাইরাল পোস্ট। দিনে দিনে যেন রূপ আরও বেড়ে চলেছে অভিনেত্রী। প্রতিটি পোস্টই নজর কাড়ছে নেটিজেনদের। ছোট পর্দা থেকে সফর শুরু করা মধুমিতা এখন বড় পর্দার হার্টথ্রোব। 

PREV
17
ভোটের বাজারে উষ্ণতার পাদর চরালেন মধুমিতা, একাধিক হট পোজে ভাইরাল সেলেব কুইন

দিনে দিনে রূপের ছটা ফেটে ফড়ছে মধুমিতার, আর তা মুহূর্তে নজর কাড়ছে সকলরে। 

27

বঙ্গনারী থেকে ওয়েস্টার্ন যে কোনও লুকেই নিজের শরীরী ভাঁজে ঝড় তুলছেন মধুমিতা। 

37

সোশ্যাল মিডিয়া যেন এক আস্ত পোর্ট ফোলিও, প্রতিটি ফ্রেমেই পার্ফেক্ট বং তনয়া। যা সকলের নজরে পড়ে। 

47

ছোট পর্দা থেকে সফর শুরু। বর্তমানে মধুমিতা বড় পর্দায় একের পর এক ছবি করে নজর কাড়ছেন। 

57

টলিউডের নতুন মুখের প্রতিযোগিতায় মধুমিতা নিজের নাম প্রতিষ্ঠিত করেছে মাত্র কয়েকটা মাসেই। 

67

একের পর এক  ইনস্টাগ্রামে ফলোয়ারের সংখ্যা দেখলে চক্ষু চড়কগাছ। বাঙালি হটনেস বম্ব প্রতিদিনই নিজের  কোনও না কোনও ছবি ইনস্টা-তে পোস্ট করেন। 

77

বর্তমানে তারকারা একের পর এক রাজনীতির ময়দানে নেমে পড়ছেন। কিন্তু কোন ভোট বা জোটেই নেই মধুমিতা। 
 

click me!

Recommended Stories