অমলা শঙ্করের ১০৩ বছর জন্মদিনে, শিল্পী কে শ্রদ্ধার্ঘ্য জানাবেন মমতা শঙ্কর ও তাঁর ডান্স ট্রুপ

জানা যাচ্ছে, বিখ্যাত নৃত্যশিল্পী অমলা শঙ্করের জন্মদিনের বিশেষ অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করবেন মেয়ে মমতা শঙ্কর ও তাঁর ডান্স ট্রুপ।

Abhinandita Deb | Published : Jun 22, 2022 12:42 PM IST
13
অমলা শঙ্করের ১০৩ বছর জন্মদিনে, শিল্পী কে শ্রদ্ধার্ঘ্য জানাবেন মমতা শঙ্কর ও তাঁর ডান্স ট্রুপ

আগামী ২৭ জুন অনুষ্ঠিত হবে নৃত্য শিল্পী অমলা শঙ্কর-এর ১০৩ তম জন্মদিন। মার জন্মদিনে নৃত্য পরিবেশন করবে মমতা শঙ্কর এবং তাঁর ডান্স ট্রুপ।২৬ ও ২৭ জুন এই উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। অমলা শঙ্কর কল্পনা (১৯৪৮) ছবিতে অভিনয় করেছিলেন। ছবিটি লিখেছেন, সহ-প্রযোজনা করেছেন এবং পরিচালনা করেছেন উদয় শঙ্কর, যিনি ছবিতেও উপস্থিত ছিলেন। উমার চরিত্রে অভিনয় করেছেন অমলা। অমলা শঙ্কর ২০১২ কান চলচ্চিত্র উৎসবে যোগদান করেছিলেন যেখানে ছবিটি প্রদর্শিত হয়েছিল। অমলা শঙ্কর একটি সাক্ষাৎকারে বলেছিলেন- '২০১২ কান ফিল্ম ফেস্টিভ্যাল,আমি কান ফিল্ম ফেস্টিভ্যালে সবচেয়ে কম বয়সী ফিল্ম স্টার ছিলাম,৮১ বছর পর কানে আবার ফিরে আসছি।'

আরও পড়ুন,মুক্তির আগেই বক্স অফিসে বাম্পার হিট 'যুগ যুগ জিও'? শুরু হয়ে গেছে অগ্রিম বুকিং!

23

২৬ জুন ইজেডিসিসি অনুষ্ঠানের শুরু তে তাঁর ফুলের মালা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করবেন অতিথি রা, তারপর সৌরিতা শঙ্কর ঘোষের পরিচালনায় অনুষ্ঠিত হবে 'করোনেশন অফ রামা', এরপর উদয় শঙ্কর ও অমলা শঙ্করের ছবি 'কল্পনা'-ছবির বিভিন্ন অংশ নিয়ে দেখানো হবে অডিও-ভিজুয়াল কোলাজ যার নাম 'এভারগ্রিন মেমরিজ'। গুরু ও শিষ্যের মধ্যে পরম্পরা, পারস্পরিক শ্রদ্ধার উপর ভিত্তি করে তৈরি নাটক 'আজকের একলব্য' অনুষ্ঠিত হবে অনুষ্ঠানের শেষে।মা অমলা শঙ্করের জন্মদিনের বিশেষ অনুষ্ঠানে মঞ্চে নৃত্য পরিবেশন করবেন মমতা শঙ্কর এবং তাঁর ডান্স ট্রুপ

আরও পড়ুন,নিজের বায়োপিক দেখে কি প্রতিক্রিয়া দিলেন মিতালি? ইনস্টাগ্রামে নিজের প্রতিক্রিয়া জানালেন গল্পের আসল নায়িকা!

33

কিংবদন্তি নৃত্যশিল্পী অমলা শঙ্করের ১০৩ তম জন্মবার্ষিকী আগামী ২৭ জুন। এই উপলক্ষে আগামী ২৬জুন-২৭জুন মমতা শঙ্কর ডান্স কোম্পানির পক্ষ থেকে আয়োজিত হয়েছে এক বিশেষ অনুষ্ঠান। নৃত্যানুষ্ঠানের পাশাপাশি থাকছে বিশেষ কিছু পরিবেশনা। ২৬ জুন ইজেডসিসি (সল্টলেক) শুরুতে ছবিতে ফুল দিয়ে স্মরণ করবেন বিশিষ্ট জনেরা।পরে  থাকছে 'করোনেশন অফ রামা', পরিচালনায় সৌরিতা শঙ্কর ঘোষ।পরে উদয় শঙ্কর পরিচালিত, অমলা শঙ্করের 'কল্পনা' ছবির নানা মুহূর্ত নিয়ে থাকছে এক অডিও-ভিজুয়াল কোলাজ 'এভারগ্রিন মেমোরিজ'। এছাড়া গুরু শিষ্যের পরম্পরার টানাপোড়েন, পারস্পরিক বোঝা পড়া ইত্যাদির উপর ভিত্তি করে তৈরি নাটক 'আজকের একলব্য' যা পরিচালনা করেছেন মমতা শঙ্কর নিজে, অনুষ্ঠানের শেষে মঞ্চস্থ হবে এটি। মুখ্য ভূমিকায় রুদ্রপ্রসাদ রায় (একলব্য ), বিধান রায় চৌধুরী(গুরু)। সঙ্গীত রবিন দাস, আলোকসম্পাতে রাতুল শঙ্কর ঘোষ।চিত্রনাট্য ও ভাষ্য পাঠ করবেন চন্দ্রদয় ঘোষ। ২৭ জুন, মধুসূদন মঞ্চে মমতা শঙ্কর ডান্স ট্রুপ এবং মমতা শঙ্কর নিবেদন করবেন 'মিসিং ইউ', যার নৃত্য পরিচালনা করেছিলেন খোদ অমলা শঙ্কর নিজে,সঙ্গীত আনন্দ শঙ্করের।থাকছে দুদিনই অনুষ্ঠান শুরু সন্ধ্যা ৬:৩০টা থেকে।
 অনুষ্ঠান প্রসঙ্গে মমতা শঙ্কর জানান,'মাঝে করোনাকালে দুবছর কোনো প্রোডাকশন স্টেজে করা সম্ভব হয়নি।আশা করি সবাই আসবেন।আমাদের যে ধারা, উদয় শঙ্করের ঘরানার সাথে এই দুদিন সবার ভালো কাটবে এই আশা রাখি।'
আরও পড়ুন,ঐশর্য ও সুস্মিতা সেন কি সত্যি আসছেন? জেনে নিন কারা কারা আসতে চলেছে কফি উইথ করণ সিজন ৭-এ

Share this Photo Gallery
click me!

Latest Videos