মাঝে শীত বিদায় নিয়েছিল শহর কলকাতা থেকে। রীতিমত গরম পড়ে গিয়েছিল। যার জেরে সোয়েটার ছেড়ে সারাদিন হালকা মোটা জামাতেই কাজ চলে যাচ্ছিল শহরবাসীর। হঠাৎই ফের জাঁকিয়ে বসল শীত। ফের সেই পুরনো আমেজ নিয়ে শীতের মন মেতেছে সকলের। পিকনিক, বারবিকিউ পার্টি সবই শুরু হয়ে গিয়েছে। শীতের সেকেন্ড ফেজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন মিমি চক্রবর্তী।