শীতের আমেজে ছেলেকে চুম্বনে ভরিয়ে দিলেন মিমি, দুবাই থেকে ফিরতেই কীসে ব্যস্ত অভিনেত্রী

মাঝে শীত বিদায় নিয়েছিল শহর কলকাতা থেকে। রীতিমত গরম পড়ে গিয়েছিল। যার জেরে সোয়েটার ছেড়ে সারাদিন হালকা মোটা জামাতেই কাজ চলে যাচ্ছিল শহরবাসীর। হঠাৎই ফের জাঁকিয়ে বসল শীত। ফের সেই পুরনো আমেজ নিয়ে শীতের মন মেতেছে সকলের। পিকনিক, বারবিকিউ পার্টি সবই শুরু হয়ে গিয়েছে। শীতের সেকেন্ড ফেজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন মিমি চক্রবর্তী। 

Adrika Das | Published : Jan 17, 2021 6:22 PM IST
18
শীতের আমেজে ছেলেকে চুম্বনে ভরিয়ে দিলেন মিমি, দুবাই থেকে ফিরতেই কীসে ব্যস্ত অভিনেত্রী

ছেলে ম্যাক্সকে নিয়ে বারান্দায় শীতের সকালের উপভোগ করছেন অভিনেত্রী তথা সাংসদ মিমি। 

28

সেই ছবি তিনি শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রামে। মা-ছেলের ক্যানডিড মুহূর্তও ফুটে উঠেছে ক্যামেরায়। 

38

ফের শীতের আমেজ পেয়ে বেজায় খুশি মিমি। পাশাপাশি ম্যাক্সকেও মিমির সঙ্গেই খুশির মেজাজে দেখা গিয়েছে। 

48

কখনও ম্যাক্সের গায়ে মাথা রেখে আধশোয়া মিমি। বাইরের দিকে তাকিয়ে ম্যাক্স। 

58

আবার কখনও তাঁকে আদরের চুম্বনে ভরিয়ে দিচ্ছেন অভিনেত্রী। ম্যাক্স ও চিকুকে আদর করার জন্য অবশ্য কখনই পিছপা হন না তিনি। 

68

ছবি দেখে সোশ্যাল মিডিয়ায় ভক্তদের ভিড়। দুবাই থেকে বাড়ি ফিরেই মিমির চোখ কেবল খোঁজে চিকু ও ম্যাক্সকেই। 

78

দুবাইতে থাকাকালীন নিজের দুই পোষ্যকে চোখে হারিয়েছিলেন মিমি। অবশেষে কাছে পেয়েছেন তাঁদের। 

88

অঙ্কুশ হাজরা সেখানে কমেন্ট করেছেন, ম্যাক্স কেন এমন মন খারাপ করে তাকিয়ে। যদিও ছবির অ্যাঙ্গেলের জন্যই হয়তো তেমন মনে হয়েছে অভিনেতার।   

Share this Photo Gallery
click me!

Latest Videos