Published : Jan 16, 2021, 05:52 PM ISTUpdated : Jan 16, 2021, 05:59 PM IST
টলিউড থেকে শুরু করে বাংলা টেলিজগৎ, চারাদিকে বেজেই চলেছে বিয়ের সানাই। একের পর এক সেলেব্রিটি গাটছড়া বেঁধে চলেছেন করোনা আবহে। গত বছর দেবলীনা কুমার, গৌরব চট্টোপাধ্যায় থেকে শুরু করে অনির্বাণ ভট্টাচার্য এবং মধুরিমা গোস্বামী, সকলেই শুরু করে ফলেছেন নিজেদের বৈবাহিক জীবন। এবার ঘরোয়া অনুষ্ঠানে বিয়ে সেরে চমকে দিলেন বাংলা বিনোদন জগতের হার্টথ্রব ইন্দ্রাশিস রায়।