বিয়ে ও সম্পর্কের তিক্ততায় ক্লান্ত মিমি, সুখ ও টাকা-পয়সা নিয়েই মগ্ন থাকতে চান সাংসদ-অভিনেত্রী

Published : Jan 11, 2021, 04:12 PM IST

টলিউডে যেখানে বিয়ে থেকে সম্পর্কে তিক্ততা, এই ধরণের খবরেই ভরে যাচ্ছে, সেখানেই মিমি চক্রবর্তী নিজেকে নিয়ে চূড়ান্ত ব্যস্ত। প্রেম, বিয়ে, বিচ্ছেদ, মন কষাকষি, এসবে নিজেকে হারিয়ে ফেলতে চান না মিমি। এর আগেও নিজের লাইভ ভিডিওতে, বিয়ে নিয়ে নিজের মতামত প্রকাশ্যে এনেছিলেন। এক ভক্তকে কড়া ভাষায় জানিয়ে দিয়েছিলেন, এসবের জন্য একেবারেই কোনও চিন্তা ভাবনা করছেন না। এমনকি বিয়ে নিয়ে ভাবার বিন্দুমাত্র উৎসাহ বা সময় তাঁর নেই। 

PREV
18
বিয়ে ও সম্পর্কের তিক্ততায় ক্লান্ত মিমি, সুখ ও টাকা-পয়সা নিয়েই মগ্ন থাকতে চান সাংসদ-অভিনেত্রী

তবে কি বিয়েতে ঘৃণা ধরে গিয়েছে মিমির। এই বিষয় যদিও মিমি খোলসা করে কিছুই বলেননি। 

28

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেন। যা নিজের জীবনের সঙ্গে মিল খুঁজে পেয়েছে।  

38

পোস্টে লেখা, "আমি এখন তিনটে জিনিসের উপর কাজ করে যাচ্ছি। নিজের উপর, নিজের খুশির উপর এবং নিজের ধনসম্পদের উপর।"

48

পোস্টটি শেয়ার করে মিমি এটাই বোঝাতে চেয়েছেন, যে তিনি নিজের উপরেই এখন বেশি ফোকাস করতে চান। 

58

নিজের সুখ, আনন্দ, খুশি নিয়ে ব্যস্ত থাকতে চান মিমি। নিজের জীবনে কেবল আনন্দই দেখতে চান তিনি। 

68

তৃতীয় বিষয়টি হল ধনসম্পদ। পেশাগত জীবনে আরও এগিয়ে যেতে চান তিনি। 
 

78


নিজের অভিনয় গুণই নয়, ধনসম্পদের দিক থেকে আরও এগিয়ে যেতে চান সাংসদ অভিনেত্রী মিমি। 

88

চারিদিকে বিয়ে এবং সম্পর্কের তিক্ততা দেখেই কি এই সিদ্ধান্ত মিমির। নাকি নতুন বছরে নতুন রেজোলিউশন নিয়ে এগোলেন মিমি।

click me!

Recommended Stories