অভিমান ভূলে সম্পর্ক এবার গুছিয়ে নেওয়ার পালা, ইউভানকে উপহার পাঠালেন মিমি

Published : Oct 02, 2020, 11:44 AM IST

সম্পর্কের জল্পনা বা কানাঘুষো গুঞ্জন নয়, ধীরে ধীরে সত্যিই মনের গভীবে জমে থাকা অভিমানের বরফ এখন গলেছে। একাধিকবার তা প্রমাণ করলেন শুভশ্রী ও মিমি। এবার ইউভানকে একরাশ উপহার দিলেন মিমি চক্রবর্তী। 

PREV
19
অভিমান ভূলে সম্পর্ক এবার গুছিয়ে নেওয়ার পালা, ইউভানকে উপহার পাঠালেন মিমি

বিবাদ শুরু প্রেম পর্ব দিয়েই। রাজ চক্রবর্তী ও মিমি চক্রবর্তীর প্রেম তখন খবরের শিরোনামে।

29

এরপরই সামনে আসে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের নাম। শুভশ্রী রাজ ও মিমির ত্রিকোণ প্রেমের গল্প তখন ভক্তদের চর্চায়।

39

এমনই সময় মন ভাঙে মিমি। বিয়ের পিঁড়িতে বসার প্রস্তুতি নিতে শুরু করেন রাজ ও শুভশ্রী। তবে থেকেই বিবাদ যেন আরও প্রকট হয়ে ধরা দেয়। 

49

প্রকাশ্যে সাক্ষাৎকারে একের পর এক তথ্য সামনে তুলে নিয়ে আসেন মিমি চক্রবর্তী। একটা সময়ের পর তাঁদের মুখ দেখা দেখি হয়ে যায় বন্ধ। 

59

শুরু হয় জল্পনা। বিয়েতে নুসরত উপস্থিত থাকলেও সেখানে হাজির ছিলেন না মিমি। কিন্তু এর পর কেটে গিয়েছে বেশ কিছুটা সময়। 

69

কেরিয়ার গ্রাফে এখন যে যার নিজের এক স্টারডার্ম তৈরি করেছেন। তাই পুরোনো বিবাদ আর আখরে ধরে রাখা নয়।

79

মিমি চক্রবর্তী সাংসদ হওয়ার পরই তাঁকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছিলেন শুভশ্রী। একসঙ্গে দেখা গিয়েছে তাঁদের বিজ্ঞাপনেও।

89

এবার রাজ শুভশ্রীর প্রথম সন্তানকে ভালোবাসা জানাতে একগুচ্ছ উপহার পাঠালেন মিমি।

99

সেই উপহার পেয়ে খুশি ইউভান, সোশ্যাল মিডিয়ায় ইস্টা স্টোরিতে তা শেয়ার করলেন শুভশ্রী। 

 

click me!

Recommended Stories