আগুনে পুড়ে ঝলসে গিয়েছেন মিমি, ছবি ভাইরাল হতেই আঁতকে উঠছে সকলে

Published : Nov 02, 2020, 11:32 PM IST

হ্যালোউইনে মিমি চক্রবর্তী ভয়ঙ্কর ফিল্টারে ভিডিও পোস্ট করে ভয় পাইয়ে দিয়েছিলেন ভক্তদের। ভক্তদের বোধহয় এভাবে ভয় দেখিয়েই সময় কাটাতে চাইছেন মিমি। ফের কয়েকটি ছবি পোস্ট করলেন নিজের ভয়ঙ্কর রূপের। যদিও এর সঙ্গে ভূতের কোনও সম্পর্ক নেই। বরং এক ঝলক তাকালে ফের সেই ছবিগুলির দিকে তাকাতে যথেষ্ট সাহস জুগিয়ে দেখতে হবে। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করলেন ঝলসে যাওয়া মুখ ও শরীরের ছবি। 

PREV
18
আগুনে পুড়ে ঝলসে গিয়েছেন মিমি, ছবি ভাইরাল হতেই আঁতকে উঠছে সকলে

যেখানে মুখের বাঁ দিকটা পুড়ে গিয়ে ঝলসে গিয়েছে। এমনকি হাত, ঘাড়ও পুড়ে গিয়েছে। ছিঁড়ে গিয়েছে জামা। 

28

এমন অবস্থা মিমির হল কীকরে। অবশ্যই ছবিগুলি কোনও শ্যুটিং সেটেই তোলা। 

38

হলুদ রঙের কুর্তি, মেকআপ বলতে সেই ঝলসে যাওয়া চেহারা এবং হাত গলাই হল ইউএসপি। 

48

পুড়ে গিয়ে দগদগে ঘায়ের এই অংশ গুলি যেন চোখে দেখা যাচ্ছে না। ছবি গুলি পোস্ট করে ক্যাপশনেই সবটা পরিষ্কার করে দিয়েছেন।

58

হ্যালোউইনের ছবি পোস্টের ছড়াছড়ি চারিদিকে। যার কারণে মিমিও এই ভয়ঙ্কর চেহারার ছবি পোস্ট করেছেন। 

68

এই মেকআপ উনি নিয়েছিলেন তাঁর সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি 'SOS কলকাতা'র জন্য।

78

সেই ছবি এখন হ্যালোউইনের পোস্ট হিসাবে শেয়ার করেছেন তিনি। ভোর চারটের সময় এই মেকআপ নিয়েছিলেন তিনি। 

88

ছবিটির শ্যুটিং চলাকালীন এই স্ন্যাপগুলি এখন ভক্তদের ভয় দেখানোর জন্য ব্যবহার করছেন মিমি। 

click me!

Recommended Stories