পুজো আসতে আর মাত্র কয়েকদিন, এই করতে করতে চোখের পলকে শেষ হয়ে গেল পুজো। হাতে গোনা কয়েকদিনের মধ্যেই মজা করতে করতেই পুজোর মজাও শেষ। আকাশে বাতাসে পুজোর গন্ধ ধীরে ধীরে ম্লান হয়ে আসছে। করোনা আবহের মধ্যে চলছিল পুজোর প্রস্তুতি। রাস্তাঘাটে ছিল বেশ ভিড়। কেনাকাটি, খাওয়া দাওয়া, মানুষজন প্রায় ভুলেই গিয়েছে সামাজিক দূরত্বের কথা। সেই সামাজিক দূরত্বই না ভুলতে ক্রমাগত সতর্ক করে চলেছে সরকার। পুজোর পরও বারে বারে দেওয়া হচ্ছে সচেনতনতার বার্তা। পুজোয় সকলের ব্যস্ততা এবং মজার মাঝেও মোহর ধারাবাহিক ছিল টিআরপি চার্টের শীর্ষে।
গত দুই সপ্তাহ ধরে মোহর ধারাবাহিকটি নিয়ে মাতামাতির অন্ত নেই। এবার সেই ধারাবাহিক মোড় ঘুরতে চলেছে।
210
গত দুই সপ্তাহ ধরে মোহর ধারাবাহিকটি নিয়ে মাতামাতির অন্ত নেই। এবার সেই ধারাবাহিক মোড় ঘুরতে চলেছে।
310
এমনকি সাংঘাতিক ক্ষোভও উগরে দিয়েছিল তারা। এবার সেই রাগ ভাঙবে বলেই মনে করছে সকলে।
410
সম্প্রতি ধারাবাহিকে দেখা যাচ্ছে মোহর, শঙ্খকে তাঁর ঝ্যাঠামশাইকে দেওয়া কথার বিশয় জানিয়ে দেয়।
510
শঙ্খর জীবন থেকে চিরতরে দূরে সরে যাওয়া কথা ঝ্যাঠামশাইকে দিয়েছিল মোহর। এই কথা জানার পর বদলে গিয়েছে শঙ্খর আচরণ।
610
সম্প্রতি মুক্তি হওয়া সিরিয়ালের প্রোমো নিয়ে শোরগোল পড়েছে নেটদুনিয়ায়।
710
যেখানে জেঠুর কথায় হ্যাঁ-তে হ্যাঁ মেলাচ্ছে শঙ্খ। পাশাপাশি মুচকি হাঁসছেও সে।
810
এই দেখেই দর্শকমহলের সন্দেহ বিয়ের আসরেই হয়তো চুপিচুপি কনে বদল করে মোহরকে নিয়ে আসার প্ল্যান করছে শঙ্খ।
910
এক বছর পরও মোহর ও শঙ্কের যাত্রাতে দর্শকমহলের অভিযোগ কেবল একটাই। কেন মিলন হচ্ছে না তাদের। বারে বারে ভুল বোঝাবুঝির কারণে দূরে সরে যাচ্ছে ধারাবাহিকের নায়ক নায়িকা।
1010
যার কারণে শঙ্খ এবং মোহরের সম্পর্ক নিয়ে উতলা হয়ে উঠছে দর্শকরা। তারা শীঘ্রই মোহর ও শঙ্খের মিলন চাইছে। এবার সেই ইচ্ছা পূরণ হবে বলেই অনুমান তাদের।