দুবাইতে হিপহপ রূপে মিমি, ফাইভ স্টারের শোভা বাড়ালেন সাংসদ-অভিনেত্রী

২০২০-র শেষের কয়েকটা দিন থেকেই দুবাইতে কাটাচ্ছেন মিমি চক্রবর্তী। সাংসদ-অভিনেত্রী মিমির ছুটি কাটানোয় মন মজেছে ভক্তমহলের। দুবাইয়ের মনোরম পরিবেশে লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়া ভুলে মন্ত্রমুগ্ধ হয়েছেন তিনি। রাজনীতি ও বিনোদনের মহল ছেড়ে এখন তিনি সুফিয়ানায় মত্ত। দুবাইয়ের আভিজাত হোটেল, সমুদ্রসৈকত, রাস্তার ভিডিও, ছবি পোস্ট করে চলেছেন মিমি। অভিনেত্রীর দুবাই ডায়রিজই এখন নেটদুনিয়ার হটকেক। 

Adrika Das | Published : Jan 2, 2021 7:26 AM IST / Updated: Jan 02 2021, 04:09 PM IST
18
দুবাইতে হিপহপ রূপে মিমি, ফাইভ স্টারের শোভা বাড়ালেন সাংসদ-অভিনেত্রী

মিমি চক্রবর্তীর দুবাই ভ্রমণের আরও বেশ কয়েকটি ভিডিও এ ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। 

28

মনোরম পরিবেশে দুবাইয়ের ফাইভ স্টার হোটেলে মজেছেন মিমি। স্যুইমিং পুলের ছবিও পোস্ট করেছেন। 

38

পাশাপাশি একটি শাওয়ার স্ট্রাকচারেরও ভিডিও পোস্ট করেছেন। যেখানে উপরের দেওয়ার থেকে শাওয়ারের মত ফুটো করা। 

48

যেখান থেকে জল পড়ছে নিচের জায়গাতে। দুবাই ভ্রমণে যে চারাদিকে কেবল আভিজাত্যের ছাপ রয়েছে তা সর্বদা প্রকাশ পায়।

58

দুবাইয়ের ইউনিক ছবি, ভিডিও পোস্টিংয়ের পাশাপাশি নিজের ফ্যাশনের খেলও দেখিয়েছেন মিমি। 
 

68

হলুদ রঙের উপর বেগুনি রঙ দিয়ে প্রিন্ট করা সিল্কের শার্ট। সেই শার্টের সঙ্গে চোকার পরে ভক্তদের চখ কপালে তুললেন মিমি। 

78

কানে হুপস, হালকা মেকআপ, স্ট্রেট করা চুল। মিমির লুকেই রয়েছে হিপহপ ও পপ কালচারের ছোঁয়া। 

88

ট্রেন্ডি পোশাক, গয়না, অ্যাকসেসরিজে মিমি যে নিজেকে তাল মিলিয়ে ভালই এগিয়ে যেতেন পারেন, তা তিনি বারে বারে প্রমাণ করে দেন। 

Share this Photo Gallery
click me!

Latest Videos