লন্ডনে শ্যুটিংয়ের ফাঁকে লং ড্রাইভ, রোম্যান্টিক মেজাজে কার সঙ্গে মিমি

তখন সবেমাত্র কোভিড ধীরে ধীরে থাবা বসাচ্ছে ভারতে। বাংলাতেও মাথা চারা দিয়ে উঠছে এক একটি কেস। সেই সময় লন্ডন থেকে তড়িঘড়ি ফিরে এসেছিলেন মিমি। লন্ডনে ছবির শ্যুটিংয়ের জন্য ছিলেন তিনি। প্যানডেমিকে ওখানে আটকে না থেকে সঠিক সময় সিদ্ধান্ত নিয়ে ফিরে আসেন। সেই পরিস্থিতি কাটিয়ে এবার ফের রওনা দিচ্ছেন লন্ডন। যার আগে তিনি করিয়ে ফেলেন কোভিড পরীক্ষা। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন তিনি। পিপিই কিট পরে স্বাস্থ্যকর্মী মিমির নমুনা সংগ্রহ করেন। 

Adrika Das | Published : Oct 11, 2020 7:52 AM IST
18
লন্ডনে শ্যুটিংয়ের ফাঁকে লং ড্রাইভ, রোম্যান্টিক মেজাজে কার সঙ্গে মিমি

মিমি জানান তিনি এবং তাঁর গোটা টিম কোভিড পরীক্ষা করিয়েছেন। সকলেরই পরীক্ষার ফলাফল সৌভাগ্যবসত নেগেটিভ এসেছে। 

28

মিমির অনুমান ওনার আমলা, অ্যালোভেরা এবং হলুদের টোটকা কাজে এসেছে। আপাতত মিমি রওনা দিয়েছেন লন্ডনের দিকে নিজের ছবির শ্যুটিং শেষ করার জন্য। 

38

সেই শ্যুটিংয়ের ফাঁকেই রোম্যান্টিক মেজাজে মিমি। শ্যুটিংয়ের ফাঁকে বেরিয়ে পড়েছেন লং ড্রাইভে। 

48

লন্ডনের রাস্তা এখনও ফাঁকা, শুনশান বলা যেতে পারে। কলকাতার মত ভীড় ভাট্টা এখনও লন্ডনের রাস্তায় তৈরি হয়নি। 

58

সেই ফাঁকা রাস্তার সুযোগ নিয়ে মিমি বেরিয়ে পড়েছেন লং ড্রাইভে। সেই ভিডি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন মিমি। 

68

তবে এই রোম্যান্টিক মেজাজে তিনি একা না দোকা, এই প্রশ্নই করে চলেছে ভক্তরা। মিমির জীবনে কোনও বিশেষ মানুষ রয়েছেন কিনা তা নিয়ে একাধিক প্রশ্ন থেকে থাকে ভক্তদের। 

78


যদিও মিমি এ বিষয় বেশ সিক্রেটিভ। তাঁর জীবনে যদি কেউ থেকেও থাকে সে বিষয় তিনি একেবারেই মুখ খুলতে রাজি নন। 

88

লন্ডনের সফরে তিনি একা থাকুক বা কারও সঙ্গে, তাঁর বিদেশভ্রমণে মন ভরেছে ভক্তদের। অভিনেত্রীর শেয়ার করা বিভিন্ন পোস্টে লন্ডেনের ভিন্ন চিত্র উঠে আসছে সকলের কাছে।

Share this Photo Gallery
click me!

Latest Videos