নেটদুনিয়ার হট সেনসেশন রাইমা সেনকে নিয়ে নতুন করে বলার অপেক্ষা আর থাকে না। প্রতিনিয়তই শরীরী উষ্ণতায় তাক লাগাচ্ছেন মুনমুন কন্যা। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ হট ফোটোশ্যুটের ছবি শেয়ার করেছেন রাইমা সেন। একের পর এক গা গরম করা হট ফোটোশ্যুটে রাইমাকে দেখে ভিড়মি খান আট থেকে অষ্টাদশী। নেটপাড়ার হট সেনসেশন রাইমা সেনের ডাক নামটিও বেশ মজার। আদর করে বাড়ির সবাই তাকে ডলু বলেই ডাকে। তবে ডলুই শুধু নয়, কেউ কেউ আবার তাকে ডলস, ডলজি, ডোলি বলেও ডাকে। মা মুনমুন সেনও বহুবার তাকে ডলু বলে ডেকেছেন প্রকাশ্যেই।