সাগরপাড়ে প্রেমিকের সঙ্গে একান্তে মিশমি, গোয়ায় গিয়েই বড় সুখবর দিলেন ভক্তদের

লাইট-ক্যামেরা অ্যাকশন থেকে অনেকটা দূরে রয়েছেন টলি অভিনেত্রী মিশমি দাস (Mishmee Das) । টলিপাড়ার অন্দরে এই নিয়ে কানাঘুষো এখনও চলেই আসছে।  অভিনয় ছেড়ে দিচ্ছেন মিশমি দাস।  এই নিয়ে  জোর জল্পনা শুরু হয়েছে টলিপাড়ার অন্দরে। আচমকাই শুটিং থেকে বিরতি নিয়েছেন মিশমি।  অভিনয় থেকে লম্বা বিরতি নিয়ে গোয়ায় ছুটি কাটাচ্ছেন মিশমি দাস। নিজেকে একটু  সময় দিতেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন মিশমি দাস। নিজেই জানিয়েছিলেন, নির্জন সমুদ্রের ধারে গিয়ে একান্তে কিছুটা সময় কাটাবেন প্রেমিকের সঙ্গে। এমনকী গোয়ার সমুদ্র থেকে ছবি শেয়ার করেছিলেন এই পথ যদি না শেষ হয়-এর খলনায়িকা মিশমি। কখনও বিচের ধারে আবার কখনও শরীরচর্চা করার ছবি শেয়ার করেছেন নায়িকা। এবার গোয়া থেকে বড় সুখবর জানালেন মিশমি দাস। প্রথম সারির সংবাদমাধ্যমেই মিশমি জানিয়েছেন, খুব শীঘ্রই সাময়িক বিরতি শেষ হতে চলেছে। মিশমির এই খবরে ভক্তরা সকলেই খুশি হয়েছেন।
 

Riya Das | Published : Mar 15, 2022 10:32 AM
110
সাগরপাড়ে প্রেমিকের সঙ্গে একান্তে মিশমি, গোয়ায় গিয়েই বড় সুখবর দিলেন ভক্তদের


মিশমি দাস (Mishmee Das)  ঠিক কতটা সাহসী তা আর বলার অপেক্ষা রাখে না।  টেলিভিশনের দর্শকদের কাছেও খুব জনপ্রিয় মিশমি দাস। ইতিমধ্যেই বেশ কয়েকটি সিরিয়ালে অভিনয় করে তিনি দর্শকদের মন জিতে নিয়েছেন।  অভিনেত্রীর ব্যক্তিগত জীবন জানার জন্য সর্বদাই মুখিয়ে রয়েছেন ভক্তরা।  

210


লাইট-ক্যামেরা অ্যাকশন থেকে অনেকটা দূরে রয়েছেন টলি অভিনেত্রী মিশমি দাস (Mishmee Das) । টলিপাড়ার অন্দরে এই নিয়ে কানাঘুষো এখনও চলেই আসছে।  অভিনয় ছেড়ে দিচ্ছেন মিশমি দাস।  এই নিয়ে  জোর জল্পনা শুরু হয়েছে টলিপাড়ার অন্দরে। 

310

আচমকাই শুটিং থেকে বিরতি নিয়েছেন মিশমি  (Mishmee Das) ।  অভিনয় থেকে লম্বা বিরতি নিয়ে গোয়ায় ছুটি কাটাচ্ছেন মিশমি দাস। নিজেকে একটু  সময় দিতেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন মিশমি দাস। নিজেই জানিয়েছিলেন, নির্জন সমুদ্রের ধারে গিয়ে একান্তে কিছুটা সময় কাটাবেন প্রেমিকের সঙ্গে। এমনকী গোয়ার সমুদ্র থেকে ছবি শেয়ার করেছিলেন এই পথ যদি না শেষ হয়-এর খলনায়িকা মিশমি। 

410

কখনও বিচের ধারে আবার কখনও শরীরচর্চা করার ছবি শেয়ার করেছেন নায়িকা (Mishmee Das)। এবার গোয়া থেকে বড় সুখবর জানালেন মিশমি দাস। প্রথম সারির সংবাদমাধ্যমেই মিশমি জানিয়েছেন, খুব শীঘ্রই সাময়িক বিরতি শেষ হতে চলেছে। মিশমির এই খবরে ভক্তরা সকলেই খুশি হয়েছেন।
 

510

প্রথমসারির সংবাদমাধ্যমকে মিশমি  (Mishmee Das) জানিয়েছেন, টানা মাস তিনেক ধরে বিশ্রাম নিলাম। মনে হচ্ছে, আগের থেকে মানসিক ক্লান্তি অনেকটা কেটেছে। আগের থেকে অনেকটাই ফ্রেশ লাগছে। কাজে ফিরতেও ইচ্ছা করছে। হয়তো মাস-দুয়েকের মধ্যেই কাজে ফিরব।
 

610

যদিও মিশমি  (Mishmee Das)  জানিয়েছেন, কাজ নিয়ে এখনও পর্যন্ত কারোর সঙ্গে কোনও কথা হয়নি। এমনকী এখনও পর্যন্ত টলিউডে ফেরার খবরও কাউকে দেননি মিশমি। তবে অভিনেত্রীর বিশ্বাস, তিনি টলিপাড়ায় ফিরে গেলে তাকে সকলেই হাসি মুখেই গ্রহণ করে নেবে। 

710

প্রথমসারির সংবাদমাধ্যমে  মিশমি দাস (Mishmee Das) জানিয়েছিলেন অভিনয় ছাড়ছি না। তবে সাময়িক বিরতি নিচ্ছি। অভিনয় ছেড়ে দিলে কী কাজ করব সেই কথা বলেছেন মিশমি ওরফে রিনি। মিশমি  আরও জানিয়েছিলেন, দুটো কাজ একসঙ্গে করতে করতে তিনি ক্লান্ত।  বাড়ি ফিরে শরীর এতটাই ক্লান্ত থাকত যে মনে হতো শরীরে কিছু নেই। এতটা পরিশ্রম নিতে পারছিলাম না। শরীরে ও মনে চাপ যেমন বাড়ছিল তেমনই ছাপ পড়ে গিয়েছে চোখে ও মুখে। তাই সাময়িক বিরতি নেওয়ার সিদ্ধান্ত। 

810

মিশমি (Mishmee Das) বলেছিলেন, ধারাবাহিক থেকে সাময়িক বিরতি নেওয়ার জন্য এনওসি দিয়েছি। চরিত্রগুলি অন্য কাউকে দিয়ে করাতে পারেন আবার স্থগিতও রাখতে পারেন পরিচালক। তবে আপাতত সপরিবারে বাইরে চলে যাচ্ছি। অভিনেত্রী বলেন, নিজেকে সময় দিতে, এবং নিজের মতো করে সময় কাটাতেই এই সিদ্ধান্ত নিয়েছি। বাইরে গিয়ে  যোগাতে মন দেব। এবং  ভাল বই পড়ে , গান শুনে সময় কাটাব, যাতে নিজেকে নতুন করে তৈরি করা যায়। তারপরে মন শান্ত হলে নিজের শহরে ফিরব। 

910

এই পথ যদি না শেষ হয় ধারাবাহিকের খলনায়িকাকে  রিনি চরিত্রটি অনেক বেশি জনপ্রিয়তা দিয়েছে মিশমিকে। আপতত এই চরিত্রে এখন আর দেখা যাবে না রিনিকে (Mishmee Das)। তবে অভিনয় কেরিয়ার ছেড়ে বেরোচ্ছেন না বলে সাফ জানিয়েছেন মিশমি দাস। 

1010

মিশমির (Mishmee Das) প্রেমিক বিশাল ভনকে নিয়ে প্রশ্ন উঠতেই অভিনেত্রী জানিয়েছিলেন, ও তো সঙ্গে যাচ্ছেই। সকলে মিলেই একসঙ্গে সময় কাটাতে কিছুদিনের জন্য বাইরে যাচ্ছি। তবে বিয়ের প্রসঙ্গ উঠতেই মিশমি সটান জবাবে বলেছিলেন, বিয়ে তো কোনও খারাপ কাজ নয়, তবে লুকিয়ে কেন করতে যাবে, তবে এখনই বিয়ে করছি না। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos