মিশমি (Mishmee Das) বলেছিলেন, ধারাবাহিক থেকে সাময়িক বিরতি নেওয়ার জন্য এনওসি দিয়েছি। চরিত্রগুলি অন্য কাউকে দিয়ে করাতে পারেন আবার স্থগিতও রাখতে পারেন পরিচালক। তবে আপাতত সপরিবারে বাইরে চলে যাচ্ছি। অভিনেত্রী বলেন, নিজেকে সময় দিতে, এবং নিজের মতো করে সময় কাটাতেই এই সিদ্ধান্ত নিয়েছি। বাইরে গিয়ে যোগাতে মন দেব। এবং ভাল বই পড়ে , গান শুনে সময় কাটাব, যাতে নিজেকে নতুন করে তৈরি করা যায়। তারপরে মন শান্ত হলে নিজের শহরে ফিরব।