তিন দিনে প্রায় ১০০ কোটি ছুঁলো রাধে শ্যাম, দেখে নিন কোন দিনে ছবির আয় কত

মুক্তি পেতে না পেতেই বক্স অফিস মাত করল রাধে শ্যাম (Radhe Shyam)। করোনার কঠিন পরিস্থিতি কাটিয়ে ছন্দে ফিরেছে চলচ্চিত্র জগত। এবার ওটিটি-র (OTT) পাশাপাশি বক্স অফিসেও মুক্তি পাচ্ছে ছবিগুলো। আর মুক্তিই ১০০ কোটি আয়ের দিয়ে পা বাড়াল প্রভাস অভিনীত রাধে শ্যাম। এই ছবিতে একেবারে অন্যভাবে দেখা দিয়েছেন প্রভাস। নিজের অভিনীত চরিত্র নিয়ে এক্সপেরিমেন্ট করেছেন বলা চলে। আর তারঁ এই এক্সপেরিমেন্ট লক্ষ্মী ভাড়ার পূর্ণ করল রাধে শ্যাম ছবির। ছবির আয় দর্শকদের শুধু নজর কেড়েছে এমন নয়। সঙ্গে রেকর্ড গড়েছে বক্স অফিসে। 

Sayanita Chakraborty | Published : Mar 14, 2022 7:33 AM IST / Updated: Mar 14 2022, 01:17 PM IST
110
তিন দিনে প্রায় ১০০ কোটি ছুঁলো রাধে শ্যাম, দেখে নিন কোন দিনে ছবির আয় কত

প্রথম দিনে ছবির কালেকশন ছিল ৪২ কোটি টাকা। তবে অবাক করা বিষয় হল এই কালেকশন কেবল হয়েছে হিন্দি ছবির ব্যবসা থেকেই। এরপর নানান ভাষায় নানান ভাষায় মুক্তি পাওয়া এই ছবির আয় দেখে বেশ চমক পেয়েছিলেন দর্শক থেকে অভিনেতা সকলে। জানা যায়, বাহুবলি ছবির প্রথম দিনের আয়ের থেকে মাত্র কয়েক লাখ পিছিয়ে ছিল রাধে শ্যাম। 

210

ছবির প্রথম দিনের আয়ই বুঝিয়ে দিয়েছিল। এই ছবি রেকর্ড গড়বে বক্স অফিসে। হলোও ঠিক তাই। দ্বিতীয় দিনে ২৫.৫০ কোটি আয় করেছিল ছবিটি। ১১ মার্চ মুক্তি পেয়েছে বহু প্রতীক্ষিত রাধে শ্যাম। আর ২০২২ সালে এখনও পর্যন্ত যে কয়টি ছবি মুক্তি পেয়েছে, তার মধ্যে ব্যবসার দিক দিয়ে সব থেকে এগিয়ে রাধে শ্যাম। 

310

ছবি মুক্তির পর মাত্র তিন দিনেই ১০০ কোটি টাকার কাছাকাছি ব্যবসা করলেন প্রভাস ও পূজা হেগড়ে অভিনীত রাধে শ্যাম। এত তাড়াতাড়ি ১০০ কোটির ক্লাবের কাছে পৌঁছাতে পেরে ছবিটি বেশ চমক দিয়েছেন সকলকে। বর্তমানে বক্স অফিসে কার্যত রাজত্ব করছেন দক্ষিণী সুপার স্টার প্রভাব। প্রভাসের সঙ্গে প্রশংসিত হয়েছে পূজা হেগড়ের অভিনয়ও। 

410

৩৫০ কোটি বাজেটের রাধে শ্যাম ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন, প্রভাস ও পূজা। জানা যায়, শুক্রবার ছবির আয় ছিল ৪২ কোটি, শনিবার আয় ছিল ২৫.৫০ কোটি। তৃতীয় দিনে আয় ছিল ২৪.৫০ কোটি। আর্থাৎ তিন দিয়ে আয় হয়েছে ৯২ কোটি। আবার কেউ কেউ দাবি করেছেন তিন দিনে ১০০ কোটির ঘরে কাছে পৌঁছেছে ছবিটি। সে যাই হোক, ছবি আয় যে সকলের নজর কেড়েছে তা বলার অপেক্ষা রাখে না।   

510

ছবিতে প্রভাসের বিপরীতে রয়েছেন পূজো হেগড়ে। জ্যোতিষী বিক্রমাদিত্যর চরিত্রে অভিনয় করেছেন প্রভাস। হিন্দি, তামিল, তেলেগু, মালয়ালাম ও কন্নড় ভাষায় মুক্তি পেয়েছে ছবিটি। তবে, ছবির আয় যাই বলুক, ছবির গল্প নিয়ে দর্শকদের থেকে জানা গিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কারও মন কেড়েছে রাধে শ্যাম, আবার কারও মনে দুর্বল চিত্রনাট্য। 

610

এদিকে কিছুদিন আগেই মুক্তি পেয়েছিল পুষ্পা। আল্লু আর্জুন অভিনীত এই ছবি প্রশংসিত হয়েছিল বিশ্বের সমস্ত সিনে প্রেমীদের কাছে। ছবিতে আল্লু অর্জুনের অভিনয়, গল্প, উপস্থাপনা, আইটেম সং-সবই প্রশংসিত হয়। দক্ষিণী ছবি পুস্পা-ও মুক্তি পেয়েছিল একাধিক ভাষা। আর ছবির আয়ও ছিল দেখার মতো। 

710

সমালোচকদের একাংশের মতে, সময়টা বেশ ভালো যাচ্ছে দক্ষিণী ফিল্মি জগতে। কারণ,এবছর পর পর মুক্তি পাওয়া প্রায় সব কয়টি দক্ষিণী ছবিই সাফল্যের মুখ দেখেছে। পুস্পার পরই সফল ছবির তালিকায় নাম লেখাল রাধে শ্যাম। ছবিটি এতটাই সফল হল যে, বাহুবলি-র সঙ্গে তুলনা করা হচ্ছে ছবিটির।   

810

শুক্রবার বড় পর্দায় মুক্তি পেয়েছে বাহুবলী প্রভাস ও পূজা হেগড়ে-র ছবি রাধে শ্যাম। ছবির পরিচালনার দায়িত্বে ছিলেন রাধাকৃষ্ণ কুমার। ১৪০ মিনিটের এই ছবিটি ভরপুর প্রেমের ছবি। বিক্রম আদিত্য (প্রভাস) জ্যোতিষচর্চায় দারুণ। এদিকে তার হাতে লাভ লাইন নেই। অর্থাৎ জ্যোতিষ মতে, তাঁর প্রেম জীবন তেমন সুখের নয়। হঠৎ-ই তাঁর সঙ্গে আলাপ হয় ডক্টর প্রেরণা ওরফে পূজা হেগড়ে-র। 

910

ব্যাস, প্রথম দেখাতেই প্রেম। পূজার হাতে রয়েছে উজ্জ্বল ভবিষ্যত। তাই বলে কি, প্রেম হবে না। গল্পে এল টুইস্ট। হাতে লাভ লাইন না থাকলেও যে প্রেম হতে পারে, তা জানতে একবার দেখুন রাধে শ্যাম। ছবিতে বিজ্ঞান, জ্যোতিষ, লাভ স্টোরি সবই আছে। সঙ্গে আছে, পূজা ও প্রবাসের অন স্ক্রিন রোম্যান্স।   

1010

ছবির আয় নজর কাড়া হলেও, ছবির গল্প নিয়ে নানা রকম মত হয়েছে দর্শক মহলে। অনেকের মতে, ছবির চিত্রনাট্য দূর্বল। আবার কারও মতে, ছবির গল্পে রয়েছে নতুনত্ব। ছবি, নিয়ে নানা রকম প্রতিক্রিয়া দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। টুইটে প্রতিক্রিয়া দিয়েছেন সাধারণ মানুষ থেকে সেলেবরা। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos