মোহরের অজান্তেই শঙ্খর সঙ্গে তার বিয়ে, তবে কি মিলে যাবে দুই মন

Published : Nov 16, 2020, 11:52 PM ISTUpdated : Nov 17, 2020, 02:46 AM IST

মোহর ধারাবাহিকের টিআরপির দৌড় এখনও শীর্ষে। গত কয়েক সপ্তাহ ধরে টিআরপি চার্টের শীর্ষে রয়েছে এই ধারাবাহিকের নাম। মোহর এবং শঙ্খদীপের রোম্যান্স দেখার আশায় বসে আছে সকলে। তবে শ্রেষ্ঠার সঙ্গেই আপাতত বিয়ে ঠিক হয়েছে শঙ্খদীপের। যার জেরে দুঃখে দিন কাটছে মোহরের। তবে মোহরের অজান্তেই কি শঙ্খর সঙ্গে বিয়ে হয়ে যাবে। কী ফন্দি এঁটেছে শঙ্খ। টানটান উত্তেজনা পর্ব চলছে এই সপ্তাহ।

PREV
18
মোহরের অজান্তেই শঙ্খর সঙ্গে তার বিয়ে, তবে কি মিলে যাবে দুই মন

শঙ্খকে হারানোর দুঃখে মা ঠুকে শোকপালন শুরু করেছে মোহর। মোহরের ভাবনা, তার শঙ্খ হয়তো শ্রেষ্ঠাকেই বিয়ে করবে।

28

অন্যদিকে শ্রেষ্ঠাকে সরাসরি শঙ্খ জানিয়ে দেয়, সে মোহরকেই ভালবাসে, এবং মোহরকেই বিয়ে করতে ইচ্ছুক। 

38

এমনকি, নিজের ঝেঠুমণির আসল রূপ নিয়ে তার সঙ্গে সরাসরি কথা বলে বসে শঙ্খ। 

48

মোহরকে বিয়ের আসরে নিয়ে এসে তাকে জনসমক্ষে বিয়ে করাই হল শঙ্খর প্ল্যান। 

58

অপরদিকে শঙ্খর কাকা এবং শ্রেষ্ঠা, মোহরের প্রতি রোষের কারণে তাকে সরাবার ফন্দি এঁটেছে। 

68

বউভাতের দিনই কাকা যে প্ল্যান মোহরের বিরুদ্ধে করেছে তা এখনও খোলসা করে দেখানো হয়নি ধারাবাহিকে। 

78

তবে মোহর ও শঙ্খর বিয়ে নিয়ে চলছে টানটান উত্তেজনা। আদৌ কি মোহরের সঙ্গে বিয়ে হবে শঙ্খর। 

88

নাকি ফের শ্রেষ্ঠার কারণেই আলাদা হয়ে যাবে মোহর ও শঙ্খর রাস্তা। যদিও পজিটিভ দিকের কথা ভেবেই আশা নিয়ে বসে দর্শকমহল।

click me!

Recommended Stories