বাবার বয়সী ডিভোর্সি লোকের সঙ্গে একটানা ৬ বছর লিভ-ইন মোনালিসার, কে সেই ব্যক্তি

Published : Oct 21, 2020, 12:57 PM IST

ভোজপুরী অভিনেত্রী মোনালিসা ৩৭-শে পা দিলেন। মোনালিসার আসল নাম অন্তরা বিশ্বাস। ইতিমধ্যেই ভোজপুরি ছবি ছাড়াও ১৩০ টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন মোনালিসা। তবে মোনালিসা বা অন্তরা নয়, শরীরের হিল্লোল, চোখের ইশারায় দেওরদের রাতের ঘুম উড়াতে সিদ্ধহস্ত ঝুমা বৌদি। রূপোলি পর্দার মতোই ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনায় রয়েছেন ঝুমা বৌদি। কেরিয়ার শুরুতে বাবার বয়সী ডিভোর্সি লোকের সঙ্গে ৬ বছর রিলেশন ছিলেন মোনালিসা, কে সেই ব্যক্তি, জানলে অবাক হবেন।

PREV
110
বাবার বয়সী ডিভোর্সি লোকের সঙ্গে একটানা ৬ বছর লিভ-ইন মোনালিসার, কে সেই ব্যক্তি

বি-গ্রেড ছবিতে কাজ করা মোনালিসা ব্যক্তিগত কারণে শিরোনামে উঠে এসেছেন। কেরিয়ারের শুরুতে বাবার বয়সী ডিভোর্সী ব্যক্তির সঙ্গে টানা ৬ বছর লিভ-ইনে ছিলেন মোনালিসা।

210

সোশ্যাল মিডিয়াতেও মদনের সঙ্গে একাধিক বেশ কিছু ছবিও ভাইরাল হয়েছিল। সূত্র থেকে এও জানা গেছিল, মদনের সঙ্গেই কলকাতা থেকে মুম্বই এসেছিলেন মোনালিসা।

310

মুম্বইতে এসে কয়েকটি বি গ্রেড ছবিতে কাজ করার পরে ভোজপুরি সিনেমার দিকে ঝুঁকেছিলেন মোনালিসা। এবংই মদনই তাকে সাহায্য করেছিল।

410

মদনও ধীরে ধীরে মোনালিসাকে ভালবাসতে শুরু করেছিলেন। এবং মুম্বইতে থাকাকালীন লিভ-ইনে একটানা ৬ বছর তারা একসঙ্গে ছিলেন। লিভ-ইনে থাকাকালীন তারা কখনওই নিজেদের সম্পর্কের বিষয়ে খোলামেলা কথা বলেনি। ৬ বছর একসঙ্গে থাকার পর তাদের সম্পর্ক শেষ হয়েছিল।

510

মদনের সঙ্গে সম্পর্ক শেষ হওয়ার পরই বিক্রান্ত সিং রাজপুতের সঙ্গে রিলেশনে জড়ান মোনালিসা। বিক্রান্তের সঙ্গে দীর্ঘদিন লিভ-ইনে থাকার পর তারা বিয়ের সিদ্ধান্ত নেন।

610

২০১৬ সালে বিয়ে সেরেছিলেন মোনালিসা ও বিক্রান্ত। সেখানে পরিবারের সদস্যরা ছাড়াও ঘনিষ্ঠ বন্ধুরাও উপস্থিত ছিলেন।

710

শুধু ওয়েব সিরিজেই নয়, নিজের উষ্ণতাকে ধরে রাখতে নিয়মিত ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেন তিনি।  ঠাকুরপো-দের হৃদয়ে ঝড় তুলতে একাই একশো ঝুমা বৌদি।

810

হইচই এর জনপ্রিয় ওয়েব সিরিজ 'দুপুর ঠাকুরপো' মানেই ঝুমা বৌদি। আর ঝুমা বৌদিকে চেনে না এমন দেওরের সংখ্যা প্রায় হাতে গোনা। 

910

মোনালিসার স্বামী বিক্রান্ত সিংও একজন ভোজপুরী অভিনেতা। একসঙ্গে বেশ কয়েকটি ছবিতেই তারা কাজ করেছেন। 

1010

অনস্ক্রিন এবং অফস্ক্রিনে দুজায়গাতেই বাজিমাত করছেন এই যুগল।

click me!

Recommended Stories