মনামী ঘোষ (Monami Ghosh), বরাবরই ঘুরতে যেতে বেশ পছন্দ করেন তিনি। মাঝে করোনার জেরে বেশ কিছুদিন ছিলেন ঘরে বন্দি, তবে কাজও করেছেন তিনি প্রচুর। রিয়ালিটি শো (Reality Show)থেকে শুরু করে ওয়েব সিরিজ, সবেতেই ছিল তাঁর নজর কাড়া উপস্থাপনা, মনামী ঘোষ, এক কথায় বলতে গেলে বয়সটাকে যেন থামিয়ে দিয়েছেন তিনি।