বাঙালি অভিনেত্রী মনামীর ঘোষের প্রোফাইলে বিনোদনের অভাব নেই। মনামিকে যত দেখছে নেটিজেন ততই অবাক হচ্ছে। সেই ভিডিও নিজের ইউটিউব চ্যানেলে পোস্ট করেন মানমী। মনামীর ইনস্টাগ্রাম লকডাউনে যেন টোটাল বিনোদনের প্যাকেজ। কী না নেই নাচ, গান, কবিতা আবৃত্তি, শর্ট ফিল্ম। প্রায়সই নিজের নাচের ভিডিও ইউটিউব চ্যানেলে আপলোড করেন অভিনেত্রী।
একেবারে যেন বাঙালি বনেদি পরিবারের বউমা। পুরনো আমলের সাজেই নিজেকে মেলে ধরলেন মনামী।
78
মনামীকে আগে এমন রূপে আগে দেখা যায়নি। তাঁকে বরাবরই সাধারণ শাড়ি কিংবা জিনসে টিশার্টে দেখা যায়।
88
তাঁর এই বধূবেশে ফোটোশ্যুট দেখেই বিয়ে নিয়ে শুরু হয়েছে প্রশ্ন। কবে বিয়ে করছেন মনামী, ভক্তদের এই প্রশ্নের ঠেলায় মাঝে মধ্যে তিতিবিরক্তও হয়ে ওঠেন অভিনেত্রী।