বয়সটা বাড়লেও তাকে দেখে বোঝার সাধ্য নেই। মনামীর বর্তমান বয়স নিয়ে মাথা ঘামাতে রাজি নন কেউই। কারণ তাকে সবসময় সুইট সিক্সটিনই মনে করা হয়। এবং দীর্ঘদিন ধরে তিনি সেই জায়গাটা ধরে রেখেছেন। মনামী ঘোষ, নামটাই যেন যথেষ্ঠ, ভক্তদের ধরে রাখতে নিয়মিত কিছু না কিছু করেই থাকেন মনামী। সোশ্যাল মিডিয়াতেও প্রচন্ড অ্যাক্টিভ টলি নায়িকা (Monami Ghosh)।