গত শনিবার মারণ রোগে ক্যান্সারে মারা গেছেন চিকু। ছেলেকে কবর দিয়ে এসে নিজেই জানিয়েছিলেন সব কষ্টের শেষ, এবার শান্তিতে থাক।
চিকুর কবরের ছবিও শেয়ার করে মিমি লিখেছিলেন, তুই চলে গেলি, আমার একটা অংশ যেন চলে গেল। ঝড়ের গতিতে ভাইরাল পোস্টে সকলের চিকুর আত্মার শান্তি কামনা করেছেন।