পর্দায় চুম্বন থেকে ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে মিমি জানিয়েছেন, আমি বরাবরই একটাই মানুষ, আমি পাল্টায়নি, কিন্তু আমরা অভিনেত্রী, আমাদের যে পাত্রে ঢেলে দেবে, সেই পাত্রের আকার নিয়ে নেব। তবে চিত্রনাট্যের খাতিরে এমন কিছু করতে হয় সেটা তখন সেই চরিত্র আমি নই। তবে চরিত্রে সেটার দরকার হলে তখন করতে হবে। এমনটা নয় যে করব না। আসল কথা মূল আমার কাছে সবচেয়ে গুরুত্ব চিত্রনাট্য।