মহালয়ার পুণ্যতিথিতে আবির্ভূতা হবেন দেবী 'সিংহবাহিনী ত্রিনয়নী'। দেবীর নানা রূপের কাহিনি নিয়ে আসছে 'সিংহবাহিনী ত্রিনয়নী' । দেবী কামাখ্যা, কামদেবের তপস্যায় তুষ্ট হয়ে তাঁর সুরূপ ফিরিয়ে দেন। ভক্তের মনস্কামনা পূরণ করেন এই দেবী। দেবী কামাখ্যা রূপে দেখা যাবে উমা ধারাবাহিকের উমা অর্থাৎ সকলের প্রিয় তারকা শিঞ্জিনী চক্রবর্তীকে।