শর্টস পরেই পায়ে হেঁটেই তিলোত্তমার আনাচে কানাচে মিমি, গোপন ভালবাসা উজার করে দিলেন নায়িকা

Published : Jul 26, 2021, 09:51 AM IST

ঘুরতে যেতে প্রচন্ড ভালবাসেন সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী। নিজের শহর হোক কিংবা অন্য শহর, তার প্রতিটি কোণা তাড়িয়ে উপভোগ করতে চান নায়িকা। এবার ভোরবেলা তিলোত্তমা ভ্রমণে বেড়িয়ে পড়লেন নায়িকা। কালো শর্টস, বেগুনি রঙের সোয়েট শার্ট, পায়ে স্পোর্টস শ্যু পরেই হেঁটে হেঁটে কলকাতার আনাচে কানাচে ঘুরলেন মিমি। সবুজে মোড়া ময়দান থেকে, ভিক্টোরিয়া , প্রিন্সেপঘাট মিমির মন-প্রাণ জুড়ে রয়েছে 'কলকাতা, সিটি অফ জয়'।   

PREV
19
শর্টস পরেই পায়ে হেঁটেই তিলোত্তমার আনাচে কানাচে মিমি, গোপন ভালবাসা উজার করে দিলেন নায়িকা

ফিগার হোক কিংবা ফোটোশ্যুট টলিপাড়ার অভিনেত্রী মিমি চক্রবর্তী একের পর এক ছক্কা হাঁকাচ্ছেন।

29

এবার নিজেকে সময় দিচ্ছেন নায়িকা। ভোর হতে না হতেই তিলোত্তমা ভ্রমণে বেড়িয়ে পড়লেন নায়িকা। 
 

39

কালো শর্টস, বেগুনি রঙের সোয়েট শার্ট, পায়ে স্পোর্টস শ্যু পরেই হেঁটে হেঁটে কলকাতার আনাচে কানাচে ঘুরলেন মিমি। 

49


সবুজে মোড়া ময়দান থেকে, ভিক্টোরিয়া , প্রিন্সেপঘাট মিমির মন-প্রাণ জুড়ে রয়েছে কলকাতা, সিটি অফ জয়। 

59

সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী ইনস্টা-তে একটি ছোট্ট ভিডিও পোস্ট করতেই তা নিমেষে ভাইরাল হয়েছে। 

69

আকাশজুড়ে ঘন কালো মেঘ। শহরের মুখ ভার করা দিনেই ফুরফুরে মেজাজে পায়ে হেঁটে ঘুরে বেড়িয়েছেন মিমি। ক্যাপশনে লেখা, আমি তোমাকে ভালবাসি কলকাতা।

79

তবে করোনার বিধিনিষেধ মাথায় রেখেই রাস্তাই বেরিয়েছেন টলিপাড়ার সাংসদ অভিনেত্রী। তবে শুটিংয়ের সময়েই শুধু মাস্ক খুলেছিলেন এটা জানাতে ভোলেননি মিমি।

89

মিমির টাইমলাইন জুড়েই শুধু বেড়াতে যাওয়ার ছবি। আসলে বর্তমানে দিল্লিতে রয়েছেন মিমি। পার্লামেন্টের সেশনে অংশগ্রহণ করতেই রাজধানীতে পৌঁছেছেন মিমি।

99

দিল্লিতে মিমির সঙ্গে রয়েছেন তার মা-ও। সূত্রের খবর, এই মাসটা নাকি দিল্লিতেই থাকবেন যাদবপুরের সাংসদ। শুধু কাজই নয়,তার ফাঁকে ঘুরেও বেড়াচ্ছেন টলি নায়িকা।

click me!

Recommended Stories