যশকে নয়, এবার ছেলেকে জড়িয়ে ধরে চুমুতে ভরালেন নুসরত, আদুরে ছবি ভাইরাল নেটদুনিয়ায়

Published : Oct 23, 2021, 08:03 AM IST

রাখঢাক, লুকোছাপা এসব এখন অতীত। মা হওয়ার পর থেকেই প্রেম যেন দ্বিগুন বেড়েছে নুসরত জাহানের। দীর্ঘদিনের সহবাস সঙ্গীকে স্বামী বলেও মেনে নিয়েছেন নুসরত। সম্প্রতি নিজের ইনস্টা-তে যশের সন্তানের সঙ্গে ছবি পোস্ট করলেন যেখানে যশের ছেলেকে জড়িয়ে ধরে চুমু খাচ্ছেন নুসরত, এই ছবি প্রকাশ্যে আসতেই ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়।  

PREV
19
যশকে নয়, এবার ছেলেকে জড়িয়ে ধরে চুমুতে ভরালেন নুসরত, আদুরে ছবি ভাইরাল নেটদুনিয়ায়

 টলিপাড়ার পাওয়ার কাপল বললেই  যশ-নুসরতের নাম সবার শীর্ষে। মা হওয়ার পর থেকেই প্রেম যেন দ্বিগুন বেড়েছে নুসরত জাহানের। রাখঢাক, লুকোছাপা এসব এখন অতীত। খুল্লামখুল্লা রোম্যান্স যেন প্রকাশ্যেই ধরা পড়ছে সোশ্যাল মিডিয়ায়। 

29

 অভিনেতা যশ দাশগুপ্তের জন্মদিনেই প্রথমবার যশও জানিয়েছেন ঈশান তার সন্তান। দীর্ঘদিনের সহবাস সঙ্গীকে নিজের স্বামী বলেও মেনে নিয়েছেন নুসরত। 

39

বিশ্বকর্মা পুজোর দিন নুসরতের সিঁথি ভর্তি সিঁদুর দেখে বিয়ের জল্পনা ক্রমশ গাঢ় হচ্ছিল। কানাঘুসোতে এও শোনা গেছে, গত বছরেই চুপিসাড়ে মালাবদলটাও সেরে নিয়েছিলেন এই জুটি।

49


এমনকী সদ্যোজাত সন্তানের বাবা কে, তা নিয়েও উঠেছিল হাজারো প্রশ্ন। নেটিজেনদের একাংশ বলেছিল, ঈশান বিবাহ-বর্হিভূত সন্তান, যদিও ঈশানের পিতৃপরিচয় নিজেই জানিয়ে দিয়েছেন নুসরত জাহান।

59

আপাতত যশের সঙ্গেই সময় কাটাচ্ছেন নুসরত জাহান। সম্প্রতি নিজের ইনস্টা-তে যশের সন্তানের সঙ্গে ছবি পোস্ট করলেন নুসরত জাহান। আসলে যশ-নুসরত- ঈশানের সঙ্গেই থাকে তাদের চারপেয়ে পোষ্য হ্যাপি।

69

ছবিতে দেখা যাচ্ছে,   যশের ছেলেকে জড়িয়ে ধরে চুমু খাচ্ছেন নুসরত, এই ছবি প্রকাশ্যে আসতেই ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়।

79

বর্তমানে প্রায়শই হ্যাপির সঙ্গে ছবি পোস্ট করে থাকেন নুসরত। এবার যশের ছেলেকে আদরে ভরিয়ে দিয়েছেন নুসরত।

89

এর আগেও যশের চারপেয়ে সন্তানকে নিজের 'Kiddo' বলে উল্লেখ করেছেন। বর্তমানে স্বামীর পোষ্যকে সন্তান স্নেহে আগলে রেখেছেন নুসরত জাহান।

99


সদ্যই মা হয়েছেন নুসরত জাহান। মা হওয়ার পরই কাজে ফিরেছেন নুসরত। শুধু তাই নয়, শরীরে নেই বেবিফ্যাট, চাবুক ফিগারে সকলকে চমকে দিয়েছেন নুসরত। 

click me!

Recommended Stories