'তোমাকে জড়িয়ে ধরেই সবথেকে বেশি তৃপ্তি পাই আমি', কে সেই ব্যক্তি, নিজেই জানালেন নুসরত


সাংসদ অভিনেত্রী নুসরত জাহান যেন আর বেশি করে বিতর্কের শিরোনামে উঠে আসছেন।  বিধানসভা নির্বাচনের মধ্যে একাধিক বিতর্কে নাম জড়িয়েছে নুসরত জাহানের। জানেনকি নুসরত জাহানের এহেন কর্মকান্ডে পাগল বলে ডাকেন তাকে। কার এত সাহস যে সাংসদ অভিনেত্রীকে পাগলের তকমা দিয়েছে। লুকোছাপা না পসন্দ সাংসদ অভিনেত্রীর। সোশ্যাল মিডিয়ায় নিজেই বোমা ফাটালেন নায়িকা নুসরত। ফাঁস করলেন সেই বিশেষ ব্যক্তির নাম, জানলে আঁতকে উঠবেন।
 

Riya Das | Published : May 1, 2021 4:15 AM IST
18
'তোমাকে জড়িয়ে ধরেই সবথেকে বেশি তৃপ্তি পাই আমি', কে সেই ব্যক্তি, নিজেই জানালেন নুসরত

রাজনৈতিক তর্জা কিংবা পোশাক বিতর্ক নয়, এবার একটু অন্য কারণেই নেটিজেনদের নজর কেড়েছেন নুসরত জাহান।
 

28


নুসরতের জীবনের বিশেষ বন্ধুর জন্মদিন ছিল ৩০ এপ্রিল। ৭ বছরে পা দিল সে। ছোট্ট বন্ধুকে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন নুসরত।

38


নিজের ইনস্টাগ্রামে সেই বিশেষ বন্ধুর সঙ্গে একাধিক ছবি পোস্ট করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন নুসরত।

48

অভিনেত্রী লিখেছেন, প্রথম যখন তোমায় হাসপাতালে দেখেছিলাম তুমি আমার মন ছুঁয়ে গিয়েছিলে। আজ তোমার ৭ বছর। তুমিই প্রথম শিশু আমার জীবনে যাকে আমি এত ভালবাসি। তুমি আমাকে পাগল বলো, আসলে তুমিই আমাকে পাগল করে দাও। আমার খারাপ সময়ে তোমাকে জড়িয়ে ধরেই আমি সবথেকে বেশি তৃপ্তি পাই। তুমি ভাল থাকো, সুস্থ থাকো।

58

বিধানসভা নির্বাচনের মধ্যে একাধিক বিতর্কে নাম জড়িয়েছে নুসরত জাহানের। জানেনকি নুসরত জাহানের এহেন কর্মকান্ডে পাগল বলে ডাকেন তাকে। কার এত সাহস যে সাংসদ অভিনেত্রীকে পাগলের তকমা দিয়েছে। 

68

লুকোছাপা না পসন্দ সাংসদ অভিনেত্রীর। সোশ্যাল মিডিয়ায় নিজেই বোমা ফাটালেন নায়িকা নুসরত। 

78

একদিকে সংসার ভাঙন অন্যদিকে সাংসদ অভিনেত্রীর নতুন প্রেমের ঘনিষ্ঠতা নিয়েই টলিপাড়া উত্তাল, তার মধ্যেই নুসরত সুখের ঠিকানা খুঁজে পেয়েছেন।

 

 

88


ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে নুসরতের এই পোস্টা। দুইজনের মধ্যে সম্পর্কের গভীরতা স্পষ্ট ফুটে উঠেছে সোশ্যালে। 

Share this Photo Gallery
click me!

Latest Videos