সাংসদ অভিনেত্রী নুসরত জাহান যেন আর বেশি করে বিতর্কের শিরোনামে উঠে আসছেন। বিধানসভা নির্বাচনের মধ্যে একাধিক বিতর্কে নাম জড়িয়েছে নুসরত জাহানের। জানেনকি নুসরত জাহানের এহেন কর্মকান্ডে পাগল বলে ডাকেন তাকে। কার এত সাহস যে সাংসদ অভিনেত্রীকে পাগলের তকমা দিয়েছে। লুকোছাপা না পসন্দ সাংসদ অভিনেত্রীর। সোশ্যাল মিডিয়ায় নিজেই বোমা ফাটালেন নায়িকা নুসরত। ফাঁস করলেন সেই বিশেষ ব্যক্তির নাম, জানলে আঁতকে উঠবেন।