ইতিমধ্যেই গত ১ লা অক্টোবর থেকেই নতুন ছবি' জয় কালী কলকাত্তাওয়ালি'র শুটিংও শুরু করে দিয়েছেন টলিপাড়ার নতুন মা। দুধের শিশুরে ঘরে ফেলে কীভাবে শুটিং সারছেন নুসরত। এই নিয়ে সমালোচনার মুখে পড়েছেন নুসরত জাহান। নেটিজেনদের সমালোচনাকে তুড়ি মেড়ে নুসরত জানিয়েছেন, বৃহত্তর পরিবার রয়েছে তার, এবং সকলের স্বার্থেই কাজে ফিরেছেন নুসরত জাহান।