'এটা বিয়ে নাকি হোলি খেলা', সিঁথির মাঝখানে নেই সিঁদুর, হিন্দুধর্মের অবজ্ঞা করেছেন অনির্বাণ-মধুরিমা

অনির্বাণ ভট্টাচার্য এবং মধুরিমা গোস্বামীর বিয়ের খবরই এখন সংবাদ শিরোনামে। ঘনিষ্ঠ মহলের লোকজনদের নিয়েই বিয়ে সেরেছেন অনির্বাণ ও মধুরিমা। কোনও ডেস্টিনেশন ওয়েডিং নয়, ডিজাইনার পোশাক নয়, আরম্বড়ও তেমন নেই। সাধারণ ভাবে বিয়ে সেরে বিবাহ বন্ধনে আবদ্ধ হলে টলিউড অভিনেতা। দু-একটা ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। লাখ খানেক মহিলাদের মন ভেঙে দিয়েছে সেই ছবি। বাংলার ক্রাশ অনির্বাণের বিয়ে হয়ে যেতে দেখে মনে আঘাত পেয়েছে তারা। তাদের মজার কমেন্ট পড়েছে সেই বিয়ের পোস্টগুলিতে। 

Adrika Das | Published : Nov 27, 2020 12:15 PM
19
'এটা বিয়ে নাকি হোলি খেলা', সিঁথির মাঝখানে নেই সিঁদুর, হিন্দুধর্মের অবজ্ঞা করেছেন অনির্বাণ-মধুরিমা

তবে এগুলি তাও ইতিবাচক দিক। অনির্বাণের বিয়ে নিয়ে ইতিমধ্যেই একাধিক লোকজন এগিয়ে এসেছে মরাল পুলিসিং করতে।

29

যে সকল ছবি এবং ভিডিও ভাইরাল হয়েছে তা নিয়ে রে রে করে উঠেছে তারা। চটে যাওয়ার কারণ খানিক হাস্যকরই বটে। 

39

ছবিতে দেখা যাচ্ছে মধুরিমার মাঝখানে সিঁথে হয় না। তাই ডানদিকের করা সিঁথিতেই সিঁদুরদান করেছেন অনির্বাণ। 

49

ছবিতে দেখা যাচ্ছে মধুরিমার মাঝখানে সিঁথে হয় না। তাই ডানদিকের করা সিঁথিতেই সিঁদুরদান করেছেন অনির্বাণ। 

59

এভাবে সাইডের সিঁথিতে সিঁদুর পরানো নাকি হিন্দু ধরুমের অবজ্ঞা করা। অনির্বাণ এবং মধুরিমা নাকি তাই করেছেন। 

69

মধুরিমার রূপ, ভিডিওতে তাঁর ব্যবহার নিয়ে প্রশ্ন তুলেছে সেই একদল নেটিজেন। 
 

79

তাঁদের বিয়েতে শুভেচ্চাবার্তা একরাশ থাকলেও, সমালোচনা বাড়ছে ক্রমশ। মানুষ যে কোনও শুভ অনুষ্ঠানেও নিমেষে খুঁত বের করতে পারে, এ তারই প্রমাণ। 

89

যদিও সেই একদল নেটিজেনদের বিরুদ্ধে ক্রমাগত লড়ে গিয়েছে আরও কয়েকজন সাইবারবাসী। 

99

অনির্বাণ ও মধুরিমার বিয়েতে শুভেচ্ছাবার্তাই কাম্য, কোনও সমালোচনা কিংবা নোংরা মন্তব্য নয়। এই বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়া তৈরি হয়েছে যুদ্ধক্ষেত্রে। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos