রূপ ও গুণের ওপারে রয়েছে ভিন্ন গল্পের মোড়, টেলিপর্দায় আসছে 'জীবন সাথী'

জীবন সাথী আসছে টেলিভিশনের পর্দায়। নতুন গল্পের ছক বেঁধেই তৈরি হয়েছে এই নতুন সিরিয়াল। বহুদিন পর টেলিপর্দায় ফিরছেন ইন্দ্রাণী দত্ত। খলনায়িকার ভূমিকায় দেখা যাবে অভিনেত্রীকে। পুরনো ছকে বাঁধা নতুন গল্প। রূপেই বিচার হয় মেয়ের গুণ। সেই মত দেখা হয় পাত্র, রূপের মাপকাঠিতেই বেছে নেওয়া হয় সেই মেয়েকে। তবে তথাকথিত রূপের বহর না থাকলেই শুনতে হয় নানা কথা। কথা শোনানোর তালিকায় রয়েছে সালঙ্করার নাম। টলিউড অভিনেত্রী ইন্দ্রাণী আসছেন বাংলা টেলিভিশনের পর্দায়। 

Adrika Das | Published : Sep 30, 2020 8:00 PM IST / Updated: Oct 01 2020, 10:21 PM IST
110
রূপ ও গুণের ওপারে রয়েছে ভিন্ন গল্পের মোড়, টেলিপর্দায় আসছে 'জীবন সাথী'

বহুদিন তাঁকে সিনেপর্দায় দেখা যায় না। খুব কম দেখা গিয়েছিল টেলিপর্দায়। এবার ধারাবাহিকে দেখা যাবে তাঁকে। 

210

আসছে জীবন সাথী। জিং বাংলায় ৫ অক্টোবর রাত ৮ থেকে শুরু হবে এই ধারাবাহিক। সম্প্রতি মুক্তি পেয়েছে ধারাবাহিকের ট্রেলার। 

310

দুই বোন প্রিয়ম এবং ঝিলম। প্রিয়মের সেলাই বিষয় জ্ঞান অসাধারণ। তবে প্রিয়মের সাধারণ সাজ পোশাক তাকে এই পথে হাঁটতে বাধা দেয়।

410

প্রিয়ম যেখানে বাবার ইচ্ছামত বিয়ে করবে সংকল্পকে অন্যদিকে ঝিলম বাবার বিরুদ্ধে বিয়ে করবে প্রেমিক তূর্ণকে। 

510

সংকল্প পেশায় একজন আইপিএস অফিসার, তূর্ণ একজন মেডিক্যাল রেপ্রেজেনটেটিভ। তবে তূর্ণর সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল ঝিলমের। 

610

যার জেরে সংকল্প আজও ঝিলমকে ভালবাসে। গল্পের মোড়র ঘুরবে যখন দুই বোন একটি শাড়ির দোকানে যায়। 

710

শহরের বুকে বেশ বড় নামী দোকান সালঙ্করা। এই দোকানের মালিক হল সালঙ্করা। সালঙ্করার ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী ইন্দ্রাণী।

810

রূপ ও গুণ নিয়ে দুই বোনের মধ্যে বিবাদ লাগাবার চেষ্টা করতেই পাল্টা জবাব পেতে হয় তাঁকে। এই নিয়েই এগোবে ধারাবাহিকের চিত্রনাট্য।

910

রূপ ও গুণ নিয়ে দুই বোনের মধ্যে বিবাদ লাগাবার চেষ্টা করতেই পাল্টা জবাব পেতে হয় তাঁকে। এই নিয়েই এগোবে ধারাবাহিকের চিত্রনাট্য।

1010

তবে খলনায়িকার চরিত্রে তিনি কতটা গ্রহণযোগ্য হবেন সেটাই দেখার বিষয়। ধারাবাহিকের পরিচালনায় থাকছেন বিদ্যুৎ সাহা। প্রযোজনায় রয়েছেন স্নেহাশিষ চক্রবর্তী। 

Share this Photo Gallery
click me!

Latest Videos