Published : Oct 01, 2020, 01:30 AM ISTUpdated : Oct 01, 2020, 10:21 PM IST
জীবন সাথী আসছে টেলিভিশনের পর্দায়। নতুন গল্পের ছক বেঁধেই তৈরি হয়েছে এই নতুন সিরিয়াল। বহুদিন পর টেলিপর্দায় ফিরছেন ইন্দ্রাণী দত্ত। খলনায়িকার ভূমিকায় দেখা যাবে অভিনেত্রীকে। পুরনো ছকে বাঁধা নতুন গল্প। রূপেই বিচার হয় মেয়ের গুণ। সেই মত দেখা হয় পাত্র, রূপের মাপকাঠিতেই বেছে নেওয়া হয় সেই মেয়েকে। তবে তথাকথিত রূপের বহর না থাকলেই শুনতে হয় নানা কথা। কথা শোনানোর তালিকায় রয়েছে সালঙ্করার নাম। টলিউড অভিনেত্রী ইন্দ্রাণী আসছেন বাংলা টেলিভিশনের পর্দায়।