নুসরতের জন্য এ কী হাল নিখিলের, 'দেবদাস' নাকি 'শয়তান', কোন রূপ ধারণ করলেন মিস্টার জৈন

Published : Feb 10, 2021, 04:48 PM IST

নিখিল জৈন এবং নুসরত জাহান। টলিউডের হটেস্ট জুটিকে এখন আর একসঙ্গে দেখা যায় না। তাঁদের মধ্যে বাড়তে থাকা দূরত্ব যেন তাঁদের শুভাকাঙ্খীদেরও কুঁড়ে কুঁড়ে খাচ্ছে। নুসরত এবং নিখিলের বৈবাহিক সম্পর্কে কি সত্যি ভাঙন ধরল। তবে কি বিবাহবিচ্ছেদের পথেই এগোচ্ছেন তাঁরা। গত বছর দীপাবলীর পর থেকে আলাদা থাকতে শুরু করেছিলেন তাঁরা। সেলেব দম্পতির বিয়ের দেড়-দু'বছরের মাথায় আলাদা থাকতে শুরু করলেন নুসরত ও নিখিল।   

PREV
18
নুসরতের জন্য এ কী হাল নিখিলের, 'দেবদাস' নাকি 'শয়তান', কোন রূপ ধারণ করলেন মিস্টার জৈন

তাঁদের সম্পর্কের টানাপোড়েন নিয়ে নানা চর্চা, সমালোচনা, নিন্দা লেগেই রয়েছে সাইবারদুনিয়ায়। 

28

এসব নিয়ে অবশ্য নির্বিকার নুসরত। নিজের মত ব্যস্ত রয়েছে ব্যক্তিগত এবং পেশাগত জীবনে। 

38

কখনও ফোটোশ্যুটের পোস্ট তো কখনও আগামী ছবি 'ডিকশনারি'র প্রচারে ব্যস্ত তিনি। 

48

অন্যদিকে নিখিলের অবস্থা নিয়ে সকলের মাথায় পড়েছে চিন্তার ভাঁজ। এ কী অবস্থা হচ্ছে নিখিলের দিন দিন। 

58

কখনও সাংঘাতিক দ্রুতগতিতে গাড়ি চালাচ্ছেন আবার কখনও ভ্রমণের মাধ্যমে নুসরতকে ভোলার চেষ্টা করছেন। 

68

এবার একেবারে দেবদাসের রূপে ধরা দিলেন নিখিল। লাল রঙের আলো আঁধারিতে লুকিয়ে নিখিলের চেহারা। 

78

যা দেখলেই 'দেব ডি' ছবির অভয় দেওলের কথা মনে পড়ে যাচ্ছে। সেখানেও এমন একটি দৃশ্য ছিল। নুসরতের দুঃখে তবে কি দেবদাসের মত অবস্থা হল নিখিলের।

88

 ছবির ক্যাপশনে যদিও রয়েছে অন্য বার্তা। পরীরাই একসময় মারাত্মক শয়তান হয়ে ওঠে। শয়তান নাকি দেবদাস, কার রূপ ধারণ করলেন নিখিল।  

click me!

Recommended Stories