নির্বিকার নুসরত, 'Depressed' নিখিল, যশের কারণেই কি এই অবস্থা, দূরত্ব বাড়তেই মানসিক অবসাদের ছোঁয়া

Published : Jan 16, 2021, 03:02 PM IST

নুসরত জাহান এবং নিখিল জৈন, টলিউডের অন্যতম জনপ্রিয় সেলেব দম্পতিদের মধ্যে একজন। এনজে হ্যাশট্যাগ মাঝে মধ্যেই ট্রেন্ডিংয়ে উঠে আসত তাঁদের ঘিরে। আর সেই হ্যাপেনিং কাপলের মধ্যেই সমস্যার অন্ত নেই। দীপাবলির পর থেকেই নাকি আলাদা থাকছেন সেলেব দম্পতি। এমনই কানাঘুষো আসছে টলিউড ইন্ডাস্ট্রি জুড়ে। হঠাৎ বৈবাহিক জীবনে কীসের ঝড় এল। প্রশ্ন সকলের। দীপাবলি পর্যন্তও তাঁদের প্রেমালাপে মন মজেছিল ভক্তদের। 

PREV
19
নির্বিকার নুসরত, 'Depressed' নিখিল, যশের কারণেই কি এই অবস্থা, দূরত্ব বাড়তেই মানসিক অবসাদের ছোঁয়া

সূত্রের খবর যশ দাশগুপ্ত এসে পড়েছে তাঁদের মাঝে। নুসরতের সঙ্গে রাজস্থানে চুপি চুপি ভ্রমণেও গিয়েছিলেন তিনি। 

29

তবে একসঙ্গে কোনও ছবি, ভিডিও পোস্ট করতে দেখা যায়নি তাঁদের। তবে কি সত্যি পরকীয়ায় মেতেছেন নুসরত। 

39

এই প্রশ্নে ভরে যাচ্ছে সোশ্যাল মিডিয়া। এরই মাঝে নুসরত এবং যশ নিজেদের মত বহাল তবিয়তে নেটদুনিয়ায় অ্যাক্টিভ।

49

নিত্যদিন নতুন নতুন পোস্ট নিয়ে হাজির হন তাঁরা। তবে এসবের ভিড়ে কোথাও যেন একা পড়ে গিয়েছেন নিখিল। 

59

নতুন বছরে প্রথমবার নিজের আপডেট পোস্ট করলেন নিখিল। নুসরতের সঙ্গে সব ঠিক থাকাকালীন রীতিমত অ্যাক্টিভ ছিলেন তিনি। 

69

তবে সম্পর্কে তিক্ততা আসার পরই তাঁর মানসিক অবস্থার উপর বেশ প্রভাব ফেলেছে বলেই মনে করছে নেটিজেনরা। 

79

একটি লকার রুমে সাধারণ পোশাকে নিজের ছবি ইনস্টা স্টোরিতে শেয়ার করেছেন নিখিল। যেখানে তাঁকে দেখে খানিক অবাকই হবে সকলে। 

89

চোখে মুখে যেন দুঃখের ছাপ, এক ফোটাও হাসি নেই। অবসাদের ছোঁয়াও রয়েছে। তবে নিশ্চিতভাবেই কিছুই বলা সম্ভব নয়। 

99

তিনি কি ছবি তোলার জন্যই এমন পোজ দিয়েছেন নাকি নুসরতের সঙ্গে দূরত্ব তাঁর এমন অবস্থার জন্য দায়ী।  

click me!

Recommended Stories