'শাড়িতেই নারী', নীল রঙে নিজেকে সাজিয়ে তুলে প্রমাণ করলেন সাংসদ-অভিনেত্রী নুসরত

সোশ্যাল মিডিয়ার অভিশাপ কী এবং আশির্বাদই বা কী। এই প্রশ্ন বারে বারেই অনেকের মনে উঠে আসে। এই নিয়ে নানা মুণির নানা মত। তবে সত্যি কথা বলতে সোশ্যাল মিডিয়ার খারাপ দিকের পাশাপাশি ভাল দিকগুলিও অবশ্যই রয়েছে। নেটদুনিয়ায় নানা বিষয় অনেকেই বিভিন্ন সাহায্য পেয়েছে। এই সোশ্যাল মিডিয়ার কারণেই এবার নুসরত জাহানের ভক্তরা পেল দারুণ চমক। তা হয়তো সম্ভব হয়েছে নিত্যনতুন এক ট্রেন্ডের কারণে। সপ্তাহ দুয়েক ধরেই চলছে সেই ট্রেন্ড। 

Adrika Das | Published : Dec 22, 2020 1:37 PM IST
18
'শাড়িতেই নারী', নীল রঙে নিজেকে সাজিয়ে তুলে প্রমাণ করলেন সাংসদ-অভিনেত্রী নুসরত

ট্রেন্ডের নাম 'শাড়িতেই নারী'। এই নামটির সঙ্গে অবশ্যই কমবেশি সকলেই পরিচিত। যদিও ট্রেন্ডটি নিয়ে রীতিমত সমালোচনাও শুরু হয়েছিল। 

28

তবে আর সমালোচনা নয়, এবার সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহানের মোহময়ী রূপেই মুগ্ধ হবে শহরবাসী। 

38

নীল রঙের শাড়িতে একেবারে যেন নীলপড়ি। সঙ্গে কার্ল করা চুল পিঠ অবধি। তাঁর স্মোকি আইজ থেকে নজর সরছে না পুরুষদের। 

48

শাড়িতেই যে নারী রূপ অসামান্য হয়ে ওঠে তা প্রমাণ করলেন নুসরত। ক্যাপশনেও রেখেছেন সেই ছোঁয়া। 

58

লিখেছেন, "শাড়ি কেবল একটি পোশাক নয়। এটি এক অনুপ্রেরণা, এক পরিচয়, এক ভাষা।" হ্যাশট্যাগে লিখেছেন শাড়ি লাভ। 

68

লাস্যময়ীর রূপে মুগ্ধ হওয়াটাই যে স্বাভাবিক তা তাঁর ছবিগুলি দেখলেই বোঝা যাবে। 

78

চুড়ি ও ঝোলা দুলেও বেড়েছে তাঁর সৌন্দর্য। শাড়িতেই নারী ট্রেন্ড যে নুসরতের জন্য পুরোপুরি পারফেক্ট। 

88

কমেন্ট সেকশনে ইতিমধ্যেই নুসরতের রূপ নিয়ে প্রশংসা করেই চলেছে সাইবারবাসী। আট থেকে আশির চোখ কপালে উঠেছে নুসরতকে দেখে।       

Share this Photo Gallery
click me!

Latest Videos