নিখিলের সঙ্গে সম্পর্কের তিক্ততা, যশের সঙ্গে ঘনিষ্ঠতা, গুঞ্জন নিয়ে 'লজ্জিত' নন নুসরত

Published : Jan 11, 2021, 12:39 PM IST

সংবাদ শিরোনামে এখন কয়েকটা নাম সর্বদা বিরাজমান। নুসরত জাহান, নিখিল জৈন এবং যশ দাশগুপ্ত। ফিল্মি প্লটলাইনে দেখা লাভ ট্র্যায়াঙ্গেল যে এভাবে বাস্তব জীবনে সত্যি হয়ে যাবে ভাবেনি কেউ। হঠাৎ করেই যশ ঢুকে পড়েছেন তাঁদের মাঝে। এমনই অনুমান ভক্তদের। নুসরতের রাজস্থান ট্রিপের পরই নিখিল ও তাঁর সম্পর্কে চিড় ধরা নিয়ে জল্পনা তুঙ্গে। কী করে এমন সুখী পরিবারে অন্ধকার নেমে এল, প্রশ্ন শুভাকাঙ্খীদের। নিখিল ও নুসরতের জীবনে তিক্ততা ক্রমশ বাড়ছে বলেই আন্দাজ নেটিজেনদের। 

PREV
18
নিখিলের সঙ্গে সম্পর্কের তিক্ততা, যশের সঙ্গে ঘনিষ্ঠতা, গুঞ্জন নিয়ে 'লজ্জিত' নন নুসরত

সোশ্যাল মিডিয়ায় নানা পোস্টই এবার দিচ্ছে সেই উত্তর। নিখিল সোশ্যাল মিডিয়ায় এখন কম অ্যাক্টিভ। 

28

তবুও গত বছরের শেষ দিনে নুসরতকে তোপ দেগে পোস্ট করেছিলেন নিজের একটি সেলফি। 

38

নুসরতের রিউমার্ড প্লাস্টিক সার্জারি নিয়ে উপহাস করেছিলেন তিনি। এবার কি তারই জবাব দিলেন নুসরত। 

48

নুসরত একটি পোস্ট শেয়ার করেছেন। যেখানে লেখা, "একজন মহিলা জানে, সে কী খাবার অর্ডার করেছে, তাই সকলের সামনে সেটা খেতে সে লজ্জা পায় না।"

58

খাবার মধ্যেই লুকিয়ে বার্তা। এমনই অনুমান সাইবারবাসীদের। এই বার্তায় লুকিয়ে নুসরতের জীবনের বর্তমান পরিস্থিতি। 

68

বার্তার নানা অর্থও হতে পারে। এক, নুসরত সবকিছু জেনেই এখন নীরবে রয়েছেন। তিনি জানেন, যশের সঙ্গে তাঁর সম্পর্কের কারএ নিখিলের সঙ্গে দূরত্ব বেড়েছে। 

78

অন্য এক বার্তা হতে পারে, তিনি নিখিলকে বিয়ে করে এখন যে পরিস্থিতির মধ্যে পড়েছেন, তা লড়াই করে এগিয়ে যেতে তিনি লজ্জিত নন। 

88

এবার কি তবে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুলেই ফেললেন নুসরত। দিন কতক আগেই ব্যক্তিগত জীবন, রাজস্থানের ট্রিপ, নিখিলের সঙ্গে সম্পর্কের তিক্ততা নিয়ে কোনও মন্তব্য করে রাজি ছিলেন না।  

click me!

Recommended Stories