বছর শেষে সকলেরই ঘুরু ঘুরু মন। করোনা আবহে কেউই নিজের শহর থেকে বাইরে পা দেয়নি কোনও গুরুত্বপূর্ণ কাজ ছাড়া। কাজের ফাঁকে যতটুকু ঘোরা যায় আর কি। তবে তাতে কি আর মন ভরে। এখন ধীরে ধীরে বিভিন্ন পর্যটন জায়গা খুলে যাচ্ছে। ইতিমধ্যে কলকাতার অর্ধেক মানুষজন চলে গিয়েছে দার্জিলিংয়ে। সেখানেই গিয়েই বছরের শেষ দিনটা কাটাতে চায় তারা। এই ফাঁকে নুসরতও বেরিয়ে পড়লেন বাড়ি ছেড়ে।
যে গান প্রায় প্রতিটি রাজস্থানের ট্যুরিজমের ভিডিওতে থেকে থাকে। বিভিন্ন ছবিতেই ব্যবহৃত হয়েছে এই গান।
58
ফোর্টের রাস্তা ধরে চলেছে গাড়ি। সঙ্গে চলছে নুসরতের ক্যামেরার রেকর্ডিং। সন্ধে প্রায় নামবে।
68
সেই সময় এই ভিডিওটি করেছেন নুসরত। আসে পাশে ছোট ছোট পাহাড়। যার মাঝে এই ফোর্ট।
78
দুর্গের মধ্যে দিয়ে যেতে যেতেই নুসরত যেন জায়গাটির মধ্যে প্রাণ খুঁজে পেয়েছেন। আর পাঁচজনের মতই নুসরতও রাজস্থানের সৌন্দর্যে বাকরুদ্ধ।
88
কয়েক মাস আগে তাঁর আগামী ছবির শ্যুটিংয়ের জন্য গিয়েছিলেন লন্ডন। সেখানে খানিক ঘোরাঘুরি হলেও নিজের দেশের মাটিতে ঘোরার সুখই আলাদা, তা নুসরতের ভিডিও দেখেই স্পষ্ট।