Nusrat Jahan : চেন খোলা জ্যাকেটে স্পষ্ট 'অন্তর্বাস', শরীরী ভাঁজে ঝড় তুললেন নুসরত

 আগস্ট মাসে মা হয়েছেন নুসরত জাহান। মা হওয়ার পরই অক্টোবরেই কাজে ফিরেছেন নুসরত জাহান। শুধু তাই নয় চাবুক ফিগারে সকলকে চমকে দিয়েছেন নুসরত। শরীরে নেই একটুও বেবিফ্যাট। প্রায় ২ মাসের মধ্যেই আগের চেহারায় ফিরেছেন ঈশানের মাম্মা নুসরত জাহান।  সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় স্পোর্টস অ্যাটায়ারের একগুচ্ছ ছবি শেয়ার করেছেন নুসরত জাহান, যেখানে চেন খোলা জ্যাকেট স্পষ্ট দেখা যাচ্ছে কালো রঙের অন্তর্বাস। ব্রা-দেখিয়েই একের পর এক ছবিতে পোজ দিয়েছেন নুসরত, যা মুহূর্তে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
 

Riya Das | Published : Nov 26, 2021 5:51 AM IST / Updated: Nov 26 2021, 11:23 AM IST
110
Nusrat Jahan : চেন খোলা জ্যাকেটে স্পষ্ট 'অন্তর্বাস', শরীরী ভাঁজে ঝড় তুললেন নুসরত

বিতর্ক যেন পিছু ছাড়ে না সাংসদ অভিনেত্রী নুসরত জাহানের (Nusrat Jahan)। অভিনেত্রীকে নিয়ে সর্বদাই সরগরম টলিপাড়া।  টলিপাড়ার প্রথম সারির অভিনেত্রী হিসেবে ইতিমধ্যেই দর্শকদের কাছে পরিচিত নুসরত জাহান। ২ মাস আগে সদ্যই আগস্ট মাসে মা হয়েছেন নুসরত জাহান। মা হওয়ার পর কোনও বিরতি নেন নি বরং ১৩ দিন পর স্যালোরঁ উদ্ধোধনে এসে চমকে দিয়েছিলেন বসিরহাটের সাংসদ অভিনেত্রী। তারপরই অক্টোবরে কাজে ফিরেছেন নুসরত জাহান। 

 

210

শরীরে নেই একটুও বেবিফ্যাট। চাবুক ফিগারে সকলকে চমকে দিয়েছেন নুসরত জাহান (Nusrat Jahan) ।  প্রায় ২ মাসের মধ্যেই আগের চেহারায় ফিরেছেন ঈশানের মাম্মা নুসরত জাহান। ঈশানের মাম্মাকে দেখে রীতিমতো ভিড়মি খেয়েছেন নেটিজেনরা।

310


সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় স্পোর্টস অ্যাটায়ারের একগুচ্ছ ছবি শেয়ার করেছেন নুসরত জাহান (Nusrat Jahan), যেখানে চেন খোলা জ্যাকেট স্পষ্ট দেখা যাচ্ছে কালো রঙের অন্তর্বাস। যা প্রকাশ্যে আসতেই ঝড় উঠেছে নেটদুনিয়ায়।।

410

জ্যাকেটের চেন খুলে ব্রা-দেখিয়েই একের পর এক ছবিতে পোজ দিয়েছেন নুসরত জাহান (Nusrat Jahan)। খোলা চুল, নো মেক আপ লুকে সকাল সকাল নেটদুনিয়ায় উত্তাপ বাড়িয়েছেন নুসরত জাহান,যা মুহূর্তে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। 

510

ফ্ল্যাট অ্যাবস, ছিপছিপে কোমর, শরীরী উষ্ণতা যেন চুইয়ে পড়ছে। ঈশানের মাম্মার হট আদায় রাতের ঘুম উড়েছে সমস্ত অনুরাগীদের। সাংসদ অভিনেত্রীর (Nusrat Jahan) উষ্ণ ছবি ভাইরাল হতেই ধেয়ে এসেছে একাধিক অশ্লীল কটুক্তি ও মন্তব্য।

610


ছেলে হওয়ার পর থেকেই একের পর এক ছক্কা হাঁকাচ্ছেন নুসরত জাহান (Nusrat Jahan)। এবার অতিরিক্ত শরীর প্রদর্শনে ধেয়ে এসেছে কটাক্ষ। নেটিজেনরা যেমন প্রশংসা করছেন তেমনই অশ্লীল মন্তব্য করতেই ছাড়েননি নুসরত জাহানকে ।

710

নুসরতের (Nusrat Jahan) এই ছবি দেখে নেটিজেনদের মধ্যে একজন বলেছেন,'চেনটা লাগালে কী হতো'। আবার অন্য এক নেটিজেন বলেছেন, 'দেখাতেই হবে এই সব ছিঃ'। এছাড়াও ভালবাসা , আগুনের ইমোজি দিয়ে ভালবাসা উজাড় করে দিয়েছেন ভক্তরা।

810

 মারকাটারি চাবুক ফিগারে রাতের ঘুম উড়িয়েছেন নুসরত জাহান (Nusrat Jahan)। নো মেক আপ লুকেই মুহূর্তে হয়ে উঠেছেন লাস্যময়ী। সাংসদ অভিনেত্রী নুসরত জাহান রাতারাতি আগুন জ্বালিয়েছেন নেটদুনিয়ায়। মারকাটারি চাবুক ফিগারে রাতের ঘুম উড়িয়েছেন নুসরত জাহান। 

910

 ছেলে ঈশানের জন্মের পর থেকে আমূল বদলে গিয়েছে নুসরতের জীবন (Nusrat Jahan)।  একরত্তিকে আগলেই শুরু হয়েছে তার জীবন। সন্তান-সংসার- কেরিয়ার সামলে এবার নতুন ইনিংস শুরু করতে চলেছেন সাংসদ অভিনেত্রী নুসরত জাহান। সাংসদ-অভিনেত্রীর হিসেবে ব্যাপক জনপ্রিয়তার পর তিনি এবার সঞ্চালিকা।  ১৫ নভেম্বর থেকে রেডিও টক শো  'ইশক উইফ নুসরত ' (Ishq with Nusrat) নিয়ে হাজির হয়েছেন নুসরত। 

1010


হাজারো বিতর্কের মধ্যে শিরোনামে কীভাবে থাকতে হয় তাতে বেশ সিদ্ধহস্ত  ( Yash Dasgupta) যশ দাশগুপ্ত ও নুসরত জাহান (Nusrat Jahan,)। নিজের পরবর্তী ছবি জয়কালী কলকত্তেওয়ালী-র শুটিংও শুরু করে দিয়েছেন নুসরত জাহান। এমনকী দিনকয়েক আগেও যশ দাশগুপ্ত ও এনা সাহার সঙ্গে বরফের চাদরে মোড়া কাশ্মীরে গেছিলেন নুসরত জাহান। সেখান থেকে ফিরেই আবার নতুন কাজে যোগ দিয়েছেন নুসরত জাহান।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos