নুসরত জাহান বর্তমানে খবরের শিরোনামে ঝড় তুলছেন নিত্য, গত ছয় মাসে জীবনের একাধিক ব্যক্তিগত অধ্যায় বারে বারে প্রকাশ্যে এসেছে। আলোচনার বিষয় হয়ে উঠেছে। কেউ ট্রোল করেছে, কেউ আবার তা নিয়ে রীতিমত তোপ দেগেছে। কিন্তু তা বর্তমানে গা সওয়া হয়ে গিয়েছিল নুসরতের। সমালোচনা তাঁকে আরও শক্ত করে। এমনটাই বারে বারে বলেছিলেন তিনি।