অন্তঃসত্ত্বা-বিচ্ছেদ, বিতর্ক নিয়ে এবার সরব নুসরত, জানালেন 'বিয়ে নয়, ওটা ছিল সহবাস'


নুসরত জাহান বর্তমানে খবরের শিরোনামে ঝড় তুলছেন নিত্য, গত ছয় মাসে জীবনের একাধিক ব্যক্তিগত অধ্যায় বারে বারে প্রকাশ্যে এসেছে। আলোচনার বিষয় হয়ে উঠেছে। কেউ ট্রোল করেছে, কেউ আবার তা নিয়ে রীতিমত তোপ দেগেছে। কিন্তু তা বর্তমানে গা সওয়া হয়ে গিয়েছিল নুসরতের। সমালোচনা তাঁকে আরও শক্ত করে। এমনটাই বারে বারে বলেছিলেন তিনি। 
 

Jayita Chandra | Published : Jun 9, 2021 7:23 AM IST / Updated: Jun 09 2021, 06:46 PM IST
18
অন্তঃসত্ত্বা-বিচ্ছেদ, বিতর্ক নিয়ে এবার সরব নুসরত, জানালেন 'বিয়ে নয়, ওটা ছিল সহবাস'

এবার সামনে এলো নয়া তথ্য, অন্তঃসত্ত্বা নুসরত, ব্যাস এই খবর সামনে আসা মাত্রই তা ভাইরাল। একের পর এক প্রশ্ন। 

28

কবে কখন, কে নানা তর্ক বিতর্কে উঠে আসতে থাকে একাই নাম। তিনি হলেন নুসরত জাহান। 

38

এরই মাঝে ঘি ঢেলে নিখিল জানিয়েছিলেন, এই সন্তানের পিতা তিনি নন। দায়ের করেছেন মামলাও। কিন্তু চুপ থাকেননি নুসরত। 

48

সকলেরই অপেক্ষায় দিনগুণছিল, কবে মুখ খুললেবন সাংসদ তথা অভিনেত্রী! অবশেষে সেই দিন এলো

58

নিজেই বিবৃতি জারি করলেন নুসরত। সেখানেই সাফ জানিয়ে দিলেন, তিনি নিখিলের সঙ্গে সহবাস করেছেন। 

68

এটা বিয়ে ছিল না। কারণ বিয়ে সামাজিক ও আইনি দুই মতেই হওয়া প্রয়োজন। নিখিল আর নুসরতের আইনি বিয়ে হয়নি। 

78

তাই দুজনেই এক সঙ্গে ছিলেন, যাকে সহবাসের তকমা দিলেন এবার নুসরত জাহান। এক প্রথম সারির সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী এমনটাই জানা গিয়েছে বিবৃতি থেকে। 

88

তাই নুসরতের কথায়, বিয়ে যখন হয়নি, তখন বিচ্ছেদের প্রশ্নই ওঠে না এই সম্পর্কে। 

Share this Photo Gallery
click me!

Latest Videos