নুসরত (Nusrat Jahan) আরও জানান, আমি কোনও সুপারওম্যান নই। একশোটা ভুল করেছি, এবং সেই ভুল থেকে শিক্ষা নিয়েছি, উঠে দাঁড়িয়েছি। আবার নতুন করে ভুল করেছি। তবে আমি মনে করেছি আমি সবাইকে এর জবাব দেব না। আমার পরিবার ছাড়া। তবে যদি কোনও ভুল করি ফ্যানেদের সঙ্গে শুধুমাত্র সেটার জবাব দেব।