নুসরতের সঙ্গে বৈবাহিক সম্পর্কে তিক্ততার জেরে 'ডাকাতি'র প্ল্যান নিখিলের, নয়া লুকে দিলেন চমক

নুসরত জাহান এবং নিখিল জৈনের বৈবাহিক সম্পর্কে তিক্ততার খবর এখন অতীত। একে অপরের সঙ্গে কোনও রকম সম্পর্ক রাখছেন না বলেই অনুমান নেটিজেনদের। নিজেদের নিয়েই তাঁরা একেবারে মত্ত হয়ে উঠেছেন। নুসরত ব্যস্ত চলচ্চিত্র এবং রাজনৈতিক জগৎ নিয়ে অন্যদিকে নিখিল ব্যস্ত ব্যক্তিগত জীবনের সুখ খোঁজা নিয়ে। সেই খোঁজেই এবার ডাকাতি শুরু করবেন নিখিল। 

Adrika Das | Published : Feb 22, 2021 11:28 AM IST
18
নুসরতের সঙ্গে বৈবাহিক সম্পর্কে তিক্ততার জেরে 'ডাকাতি'র প্ল্যান নিখিলের, নয়া লুকে দিলেন চমক

সেই সিদ্ধান্ত নিয়ে সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছেন মিস্টার জৈন। ক্রমশ যেন হ্যান্ডসাম হাঙ্ক হয়ে উঠছেন তিনি। এমনই দাবি নেটবাসীর।

28

নুসরতের সঙ্গে সম্পর্কে তিক্ততা আসার পর থেকেই নিজের সোশ্যাল মিডিয়া বেশ অ্যাক্টিভ হয়ে নানা পোস্ট করে চলেছেন তিনি। 

38

নয়া লুক নিয়ে হাজির হয়েছেন নিখিল। কালো ফ্রেমের চশমা পরে মিরর সেলফি নিচ্ছেন নিখিল। 

48

মানি হাইস্ট নামক জনপ্রিয় স্প্যানিশ ড্রামা সিরিজের মূল চরিত্র প্রফেসর ওরফে সার্জিও মারকিনা এমন কালো ফ্রেমের চশমা পরেছেন সিরিজে। 
 

58

সেই একই চশমার ফ্রেমে নিজেকে সাজিয়ে তুলেছেন নিখিল। নিজেকে প্রফেসরের লুকের সঙ্গে তুলনা করছেন। 

68

লিখেছেন, 'ডাকাতি তবে শুরু করা যাক।' হ্যাশট্যাগে লিখেছেন 'মানি হাইস্ট' এবং 'প্রফেসর'।

78

নিখিল এই প্রফেসর লুক নিয়ে এক্সপেরিমেন্ট শুরু করেছেন। একটি পোলও তৈরি করেছিলেন ইনস্টাগ্রামে। 

88

৮৫ শতাংশ নেটিজেনদের কথায় নিখিলকে এমন লুকে বেশ ভাল লাগছে। নিখিলেরও লুকটি বেশ পছন্দ। যার জেরে তিনি এই চশমাতেই এখন হ্যান্ডসাম হাঙ্ক হয়ে উঠেছেন। 

Share this Photo Gallery
click me!

Latest Videos