নিখিল জৈন এবং নুসরত জাহানের বৈবাহিক সম্পর্কের তিক্ততা। এই হল টলিমহলের হট টপিক। সকলেই এখন এই নিয়ে চর্চা করে চলেছে সোশ্যাল মিডিয়ায়। গত বছরের দীপাবলি পর্যন্ত যে সেলেব দম্পতি প্রেমে মগ্ন ছিলেন তাঁরাই কিনা এখন একে অপরের মুখ দেখছেন না। এই নিয়ে তাঁরা বিভিন্ন সাক্ষাৎকারে পরোক্ষভাবে পরস্পরকে দোষারোপ করে মুখ খুলেছেন। নিখিলের কাছে নুসরত দোষী হলে, নুসরতের কাছে নিখিল দোষী।
তবে নুসরতের সঙ্গে দূরত্ব তৈরি হতেই তিনি যে বেশ দুঃখ, কষ্টেই রয়েছে এ কথা বুঝতে আর কারও বাকি নেই।
28
নুসরতকে তিনি প্রাণের চেয়েও বেশি ভালবাসেন। সেই ভালবাসা আজও মুছে যায়নি তাঁর মন থেকে।
38
এমনটাই অনুমান করা যাচ্ছে তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে চোখ রাখলে।
48
সম্প্রতি পরিবার নিয়ে একটি পোস্ট শেয়ার করলেন নিখিল। যেখানে মা, বাবা, সন্তানের হাত পায়ের ছবি দেওয়া রয়েছে।
58
পোস্টে লেখা, "পরিবার কোনও গুরুত্বপূর্ণ জিনিস নয়। পরিবার হল সবকিছু।" তবে কি নুসরতের সঙঅগে ফ্যামিলি প্ল্যানিং শুরু করে দিয়েছিলেন নিখিল।
68
বিয়ের এক-দেড় বছরের মধ্যেই কি সন্তানের কথা চিন্তা করে ফেলেছিলেন নিখিল। বাবা হওয়ার স্বপ্নই কি দেখছিলেন তিনি।
78
তাঁর এই সদ্য শেয়ার করা ইনস্টা স্টোরিতে এমনই অনুমান করে চলেছে ভক্তরা।
88
পরিবার, ফ্যামিলি প্ল্যানিং, সন্তান তাঁর কাছে এতটাই গুরুত্ব পায় যে নুসরতের সঙ্গে এই আচমকা দূরত্ব তিনি সহ্য করতে পারছেন। এমনই অনুমান করে নেটদুনিয়ায় ছড়িয়েছে জল্পনা।