চুটিয়ে চলছে যশ-নুসরতের 'Dating', নিখিলকে ভুলে কি জীবনসঙ্গি খুঁজে পেলেন সাংসদ-অভিনেত্রী

নুসরত জাহান এবং যশ দাশগুপ্ত, টলিউডের রিউমার্ড কাপলের মধ্যে একজন। স্বামী নিখিল জৈনের সঙ্গে সম্পর্কে তিক্ততা এসেছে বলেই অনুমান করে নিয়েছে নুসরত ভক্তরা। এমনকি তাঁদের এই তিক্ততা নিয়ে বিবাহ বিচ্ছেদের সুর গাওয়া শুরু করে দিয়েছে সোশ্যাল মিডিয়া ইউজাররা। নজর রয়েছে এখন নুসরত, যশ, নিখিলের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। কখন কী পোস্ট করছেন তাঁরা। কারণ নিখিলকে নিয়ে নুসরত ছবি, ভিডিও পোস্ট করা বন্ধ করে দিয়েছেন। 

Adrika Das | Published : Jan 25, 2021 1:06 PM
18
চুটিয়ে চলছে যশ-নুসরতের 'Dating', নিখিলকে ভুলে কি জীবনসঙ্গি খুঁজে পেলেন সাংসদ-অভিনেত্রী

নুসরতকেও আলফলো করে দিয়েছেন নিখিল। অন্যদিকে যশের সঙ্গে বহাল তবিয়তে, মাচা অনুষ্ঠানে ঘুরে বেড়াচ্ছেন অভিনেত্রী। 

28

দিন কতক আগে ডেটেও গিয়েছিলেন তাঁরা। নুসরত এবং যশের ইনস্টা স্টোরি দেখে এমনটাই সন্দেহ করেছিল সাইবারবাসী। 

38

একই ক্যাফেতে বসে নিজেদের খাবারের ছবি শেয়ার করেছিলেন। একে অপরের সঙ্গে ছবি পোস্ট না করলেও কারও বুঝতে অসুবিধা হয়নি যে তাঁরা একসঙ্গেই ছিলেন। 

48

নুসরতের সঙ্গে যশের ঘনিষ্ঠতা কি তবে সত্যিই ক্রমশ বেড়ে চলেছে। তাঁদের সম্পর্ক নিয়ে নানা মুণির নানা মত।

58

সম্প্রতি নুসরতের ইনস্টা স্টোরিতে ফের নজর গেল সকলের। টেবিলে রাখা দু'টো কোল্ড কফি। সঙ্গে একটি বই। 

68

যার বুমেব়্যাং ভিডিও নিজের ইনস্টা স্টোরিতে দিয়েছেন নুসরত। সকলের অনুমান ফের যশের সঙ্গেই ডেটে গিয়েছেন অভিনেত্রী।

78

যদিও ব্যক্তিগত সম্পর্ক নিয়ে তিনি কোনও মন্তব্য করতেই নারাজ। তবে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, "প্রতিবার ভুল কেবল মেয়েদেরই হয়, এমনটাই মেনে এসেছে সকলে। তবে এটা সত্যি নয়।"

88

তবে কি নিখিলের কোনও বড় ভুলের কারণেই তাঁর সঙ্গে দূরত্ব বাড়িয়ে দিয়েছেন নুসরত। নাকি যশের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়তেই নিখিলকে দূরে ঠেলে দিয়েছেন। নানা প্রশ্নই ঘুরে ফিরে বেড়াচ্ছে চারিদিকে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos