নিখিলকে ভুলে যশের সঙ্গে রোম্যান্সে মজে নুসরত, রাজস্থানের Secret Trip যেন ভুলতেই পারছেন না

নিখিল জৈনের সঙ্গে নুসরত জাহানের সম্পর্কে চিড় ধরায় নানা মুণির নানা মত। জল্পনা এখন তুঙ্গে। সূত্রের নানা খবরই উঠে আসছে সংবাদ শিরোনামে। কখনও শোনা যাচ্ছে, তাঁদের সম্পর্কের মাঝে যশ দাশগুপ্ত, আবার কখনও শোনা যাচ্ছে নিখিল ও নুসরতের মনমালিন্যতার কথা। প্রতিটি গুঞ্জনের মধ্যেই ভক্তমহল নানা যুক্তি খাড়া করার চেষ্টায় রয়েছে। তবে এই সমস্ত গুঞ্জনে কান পাতছেন না নুসরত। নিজেকে নিয়েই ব্যস্ত তিনি। 

Adrika Das | Published : Jan 13, 2021 4:04 PM
18
নিখিলকে ভুলে যশের সঙ্গে রোম্যান্সে মজে নুসরত, রাজস্থানের Secret Trip যেন ভুলতেই পারছেন না

বিশেষত নিজের রাজস্থান ডায়রিজ নিয়ে ব্যস্ত তিনি। যশ দাশগুপ্তের নাম নুসরতের সঙ্গে জড়ায়। 

28

'SOS কলকাতা' ছবির পরই কি ঘনিষ্ঠতা বেড়েছে তাঁদের, উঠছে প্রশ্ন। কবে থেকেই বা আলাদা থাকছেন নিখিল নুসরত। 

38

সম্প্রতি রাজস্থান থেকে যশের সঙ্গে চুপি চুপি ভ্যাকেশন থেকে ফিরেছেন নুসরত। 

48

এই বিষয় নুসরত কোনও মন্তব্য না করলেও যশ জানান, এই ভ্রমণটি পুরোপুরি ব্যক্তিগত ছিল। 

58

নিখিলকে ভুলে এখন নুসরত যশের সঙ্গে রোম্যান্টিক রাজস্থান ডায়রিজেই মজে। থ্রোব্যাকে বার বার ফিরে যাচ্ছেন তিনি। 

68

সম্প্রতি রাজস্থানে তোলা হলুদ স্কার্ট পরা ছবি ফের শেয়ার করেছেন নুসরত। 

78

এখন প্রশ্ন হল, এই ছবি তুলেছেন কে। তবে কি যশই তুলেছিলেন সেই ছবি। 

88

নিখিলের সঙ্গে কোনও ছবি পোস্ট আর নয়, যশের সঙ্গেই রাজস্থানের মুহূর্তেই মজে অভিনেত্রী। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos