110

নুসরত জাহান মানেই একরাশ উচ্ছ্বাস। এবার নিজের ভাললাগার মুহূর্তগুলোই শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী।
210
সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে বেশ কিছু ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। ফুলের বাগানে ফুলেদের সঙ্গে আনন্দে মেতে উঠেছেন অভিনেত্রী।
310
এই মুহূর্তে শ্যুটিং -এর কাজে শান্তিনিকেতন গেছেন অভিনেত্রী।
410
নো মেক আপ লুক, তার সঙ্গে মোটা কালো ফ্রেমের চশমা তাকে যেন আরও বেশি আকর্ষণীয় করে তুলেছিল।
510
হলুদ রঙের ডোনাল্ড ডাক টি শার্টে একদম বিন্দাস মুডে দেখা গেছে অভিনেত্রীকে।
610
শ্যুটিং এর ফাঁকেই রিসর্টের একটি বোগেনভেলিয়া বাগানে এই ফুল নিয়ে ছবি তুলেছেন নুসরত।
710
মুহূর্তের মধ্যে তার এই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
810
শাড়ি, লেহেঙ্গা, জিনস, থেকে শর্ট ড্রেস সবেতেই মানানসই নুসরত। কখনও হট লুকে আবার কখনও ছিমছাম পোশাকে বাজিমাত করেন অভিনেত্রী।
910
আবার কখনও কখনও সমালোচকদের চোখরাঙানিকে উপেক্ষা করে নিজের ইচ্ছামতো সবকিছু দিব্যি করে গেছেন।
1010
সম্প্রতি নুসরতের নতুন ব্র্যান্ড ইউভ কালেকশন নিয়ে হাজির হয়েছেন অভিনেত্রী। নিজের ইউভ কালেকশনের সঙ্গে নতুন প্রজন্মকে ভিন্ন লুকে সাজাতেই তার এই পরিকল্পনা।