Pub-এ উদ্দাম নৃত্য, পাহাড়ি পরিবেশ, তবুও কি নুসরতের দুঃখ তাড়া করে বেড়াচ্ছে নিখিলকে

Published : Jan 23, 2021, 12:56 PM ISTUpdated : Jan 23, 2021, 01:28 PM IST

নুসরত জাহানের সঙ্গে নিখিল জৈনের তিক্ততা বাড়ছে ক্রমশ। একদল নিখিলকে সমর্থন করলে অন্য দল নুসরতকে সমর্থন করে চলেছে। সরাসরি সংবাদমাধ্যমকে কোনও প্রতিক্রিয়া না দিলেও সোশ্যাল মিডিয়ায় সবটা পরিষ্কার। তাঁদের মধ্যে কোনও ভাবে আর স্বামী-স্ত্রীর প্রেমের সম্পর্ক নেই। সবটাই বদলে গিয়েছে তিক্ততা, ঘৃণা ও ক্ষোভে। যার প্রমাণস্বরূপ নেটিজেনরা সেলেব দম্পতির নানা পোস্টকেই চিহ্নিত করছে। 

PREV
18
Pub-এ উদ্দাম নৃত্য, পাহাড়ি পরিবেশ, তবুও কি নুসরতের দুঃখ তাড়া করে বেড়াচ্ছে নিখিলকে

সম্প্রতি নিজেদের মধ্যে সমস্ত তিক্ততাকে পিছনে ফেলে এগিয়ে যাওয়ার চেষ্টায় রয়েছেন নিখিল। যার জেরে হিমাচল ছুটে গিয়েছেন তিনি। 

28

ঘনিষ্ঠমহলের সঙ্গে সেখানেই ছুটি কাটাতে ব্যস্ত নিখিল। একের পর এক ছবি, ভিডিও শেয়ার করে চলেছেন নিজের ইনস্টাগ্রামে। আগের থেকে অনেকটাই বেশি অ্যাক্টিভ হয়ে উঠেছেন তিনি। 

38

কখনও পাহাড়ি রাস্তায় দুঃখের গান শুনছেন আবার পরমুহূর্তে চন্ডীগড়ের পাবে গিয়ে নাচ করছেন। এক সময় তাঁকে দেখে আনন্দিত মনে হলেও কোথাও যেন রয়েছে চাপা দুঃখ। 

48

তাঁকে দেখে এমনটাই অনুমান করেছে নেটিজেনরা। পাহাড়ি মনোরম পরিবেশে বন্ধুবান্ধবদের সঙ্গে আনন্দ করতে করতেই কি তবে নুসরতের স্মৃতিতে ভেসে যাচ্ছেন নিখিল। 

58

তাঁকে দেখে নানা প্রশ্নই আসছে সকল অনুরাগীদের মনে। নিখিল এরই মধ্যে নিজের নানা পোস্টের মাধ্যমে নুসরতকে পরোক্ষভাবে বার্তা দিচ্ছেন। 

68

নুসরত অন্যদিকে রয়েছেন বহাল তবিয়তে। যশের সঙ্গে মাচা অনুষ্ঠানে যাওয়া থেকে শুরু করে কফি পিৎজা ডেট। নিখিলকে নিয়ে কি বিন্দুমাত্র দুঃখ নেই নুসরতের। 
 

78

নাকি তিনিও সেই দুঃখ চেপে রেখেছেন নিজের হাসির মধ্যে দিয়ে। নুসরত এবং যশের 'প্রেমালাপ' নিয়ে চারিদিকে নানা চর্চা। এই বিষয় নুসরত অবশ্য প্রতিক্রিয়া দিয়েছেন। 
 

88

তাঁর কথায়, যশ তাঁর ভাল বন্ধু। নিন্দুকেরাই এমন গুজব ছড়াচ্ছে বলে অনুমান তাঁর। যদিও এসব নিয়ে নুসরত একেবারেই চিন্তিত নন।

click me!

Recommended Stories