গত কয়েকদিন ধরেই এদের সোশ্যাল মিডিয়ার পাতায় একের পর এক ছবি থেকে ভিডিও হয়ে উঠছে ভাইরাল। একটি ভিডিও শেয়ার করলেন অঙ্কুশ, সেখানেই স্পষ্ট শোনা গেল ঐন্দ্রিলার কণ্ঠস্বর, হাতে এক প্লেট গরম মোমো নিয়ে শীতে কাঁপছেন অহ্কুশ, মুখের মাস্ক খুলে খাবার উপায় নেই, সমস্যা দুই, অভিনেতাকে চিনে নিয়ে দুর থেকে ছুঁটে আসা ভক্তের ভিড়, অন্যদিকে করোনার জেরে কড়াকড়ি পরিস্থিতিতে পুলিশের ভয়, দুই এড়িয়েই একের পর এক মোমো মুখে পুরলেন অঙ্কুশ।