Oindrila Sen Vacation: স্লিম বোল্ড লুকে পাহাড় ট্রিপে ঐন্দ্রিলা, একের পর এক ছবিতে ভাইরাল টলিডিভা

শরীরের মেড ঝড়িয়ে ইতিমধ্যেই সকলের নজর কেড়েছেন ঐন্দ্রিলা, মুম্বইতে গিয়ে হোক বা কড়া ডায়েট ফলো করে, ঐন্দ্রিলার নিউ লুক এক কথায় সিনে দুনিয়ায় হিট। ফিট টু ফাইন স্টেটমেন্টে তিনি সকলকে করছেন বোল্ড আউট, ঐন্দ্রিলার এই নয়া স্টাইল স্টেটমেন্টেই এবার নজরের চক্ষু চরকগাছ। 

Jayita Chandra | Published : Jan 11, 2022 10:58 AM
19
Oindrila Sen Vacation: স্লিম বোল্ড লুকে পাহাড় ট্রিপে ঐন্দ্রিলা, একের পর এক ছবিতে ভাইরাল টলিডিভা

লকডাউনের জেরে এখন প্রায় বন্ধ সিনে দুনিয়া, একের পর এক ছবির কাজকে রাখা হচ্ছে স্থগিত, এমনই সময় বছর শেষে নিজেদের রুটিন ট্রিপে বেরিয়ে পড়েছিলেন অঙ্কুশ (Ankush Hazra) ঐন্দ্রিলা (Oindrila Sen)। বরাবরই এই জুটি ঘুরতে ভিষণ পছন্দ করন। কখনও দুবাই, কখনও হিমাচলে দেখা মেলে তাঁদের। 

29

 ইতিমধ্যেই জারি হয়েছে একাধিক নিষেধাজ্ঞা, তারই মাঝে কাছেপিছে ছুটির মেজাজে ধরা দিলেন অঙ্কুশ ঐন্দ্রিলা, গত কয়েকদিন ধরেই এদের সোশ্যাল মিডিয়ার পাতায় একের পর এক ছবি থেকে ভিডিও হয়ে উঠছে ভাইরাল। 

39

উত্তরবঙ্গে বর্তমানে ঘুরতে গিয়েছেন অঙ্কুশ (Ankush Hazra) ও ঐন্দ্রিলা (Oindrila Sen)। একের পর এক সেলেব নববর্ষে ছুটির (New Year Vacation Trip) মেজাজে গা ভাসিয়েছিলেন, কেউ পাহাড়, কেউ আবার সমুদ্র সৈকতকেই বেছে নিয়েছিলেন।

49

তবে কয়েকদিনের মধ্যেই করোনা পরিস্থিতি হয়ে ওঠে ভয়ানক। একের পর এক সেলেব আক্রান্ত হতে থাকে ভাইরাসে, সাধারণ মানুষ আবারও নাজেহাল করোনার (Covid 19 Guideline) কোপে। ইতিমধ্যেই জারি হয়েছে একাধিক নিষেধাজ্ঞা, তারই মাঝে কাছেপিছে ছুটির মেজাজে ধরা দিলেন অঙ্কুশ (Ankush Hazra) ঐন্দ্রিলা (Oindrila Sen)।

59

গত কয়েকদিন ধরেই এদের সোশ্যাল মিডিয়ার পাতায় একের পর এক ছবি থেকে ভিডিও হয়ে উঠছে ভাইরাল।  একটি ভিডিও শেয়ার করলেন অঙ্কুশ, সেখানেই স্পষ্ট শোনা গেল ঐন্দ্রিলার কণ্ঠস্বর, হাতে এক প্লেট গরম মোমো নিয়ে শীতে কাঁপছেন অহ্কুশ, মুখের মাস্ক খুলে খাবার উপায় নেই, সমস্যা দুই, অভিনেতাকে চিনে নিয়ে দুর থেকে ছুঁটে আসা ভক্তের ভিড়, অন্যদিকে করোনার জেরে কড়াকড়ি পরিস্থিতিতে পুলিশের ভয়, দুই এড়িয়েই একের পর এক মোমো মুখে পুরলেন অঙ্কুশ।  

69

অঙ্কুশ ঐন্দ্রিলা বরাবরই ঘুরতে বেশ পছন্দ করেন, মাঝে মধ্যেই তাঁরা বেরিয়ে পড়েন ভ্যাকেশন ট্রিপে। এবার করোনার জেরে দূরে কোথাও নয়, কাছে পিঠেই ডেস্টিনেশন প্ল্যান করলেন তিনি। তবে এই ট্রিপে সব থেকে বেশি যা নজর কাড়ে তা হল ঐন্দ্রিলার লুক। এক কথায় স্টানিং। 

79

ঐন্দ্রিলার এই ছবিতেই প্রশংসায় পঞ্চমুখ নেট দুনিয়া, ফ্যাশন থেকে শুরু করে পার্ফেক্ট ফিগার, ঐন্দ্রিলার ট্রিপের ছবিতে বর্তমানে বুঁদ নেট দুনিয়া। টলিউডের এই জুটি এখন একের পর এক ছবি শেয়ার করছে নেট পাড়ায়। যা রীতিমত ভরে উঠছে লাইকে। 

89

অঙ্কুশ (Ankush Hazra) মানেই মজার মজার পোস্ট (Social Media Post) , অঙ্কুশ মানেই কোথাও গিয়ে যেন বেশ কিছুটা হলকা মেজাজের আড্ডা, কমেন্ট বা ছবির খোঁজ, বরাবরই সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ এই টলিউড স্টার। একের পর এক ভালো ছবি দর্শকদের উপহার দিয়ে চলেছেন তিনি, কখনও তার ব্যতিক্রম ঘটে না। 

99

অঙ্কুশ হাজরার সেন্স অফ হিউমার নিয়ে কোনও সন্দেহ নেই। কমেডির দিক থেকে তাঁর টলিউডে (Tollywood Actor)  জুড়ি মেলা ভার। নতুন প্রজন্মের অভিনেতাদের মধ্যে অঙ্কুশের কথাবার্তা, বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে কমিক টাইমিং নিয়েও তিনি প্রায়সই প্রশংসিত হতে থাকেন। আর এবারের প্রসঙ্গ ছিল টি ম্যান। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos