Published : Mar 05, 2021, 12:51 PM ISTUpdated : Mar 06, 2021, 03:30 PM IST
প্রসেনজিৎ পরিবার মানেই এখন সকলের মাথায় একটাই নাম আসে, তা হল অর্পিতা চট্টোপাধ্যায়। যার যেরে সকলেরই জানা, তাঁর রয়েছে একটি মাত্র পুত্র সন্তান। তবে এই কন্যা সন্তানটি কে! কে এই প্রেরণা! তিনিও সুপারস্টার প্রসেনজিৎ-এর কন্যা।