কখনও তিনি দয়মন্তী-র মুনিয়া আবার কখনও তিনি মন্টু পাইলটের বিবিজান, আবার কখনও ২০-র তরুণী, তিনি হলেন টলিপাড়ার অভিনেত্রী চান্দ্রেয়ী ঘোষ। অরেঞ্জ বিকিনি, চোখ সানগ্লাস, সেক্সি থাইয়ের উপর রাখা বাহারি টুপি। বক্ষ- বিভাজিকা উন্মুক্ত করে সুইমিং পুলের আরামকেদারায় হট পোজ দিয়েছেন অভিনেত্রী। অনাবৃত উরুর ট্যাটুতেই চোখ আটকে নেটিজেনদের। পুলের জলে মুহূর্তের মধ্যে চান্দ্রেয়ীকে দেখে ভিড়মি খেয়েছেন নেটিজেনরা।
কমলা রঙের বিকিনি দেখেই নেটিজেনরা দুইয়ে দুইয়ে চার করার চেষ্টা করছেন। অনেকেই বলছেন বাকীদের মতোন তিনিও কি পদ্মফুলে ঝুঁকছেন। কিন্তু অভিনেত্রী সমস্ত জল্পনা উড়িয়ে দিয়ে সাফ জানিয়েছেন, তিনি কোনও দলেই নেই। আপাতত রাজনীতিতে আসছেন না অভিনেত্রী।
99
সম্প্রতি মৈনাক ভৌমিকের চিনি ছবিতে দেখা গেছে অভিনেত্রীকে। কখনও তিনি দয়মন্তী-র মুনিয়া আবার কখনও তিনি মন্টু পাইলটের বিবিজান-এ ঝড় তুলেছেন সমালোচকদের হৃদয়ে।