'দিদি নং ১' নয়, কলকাতা থেকে সুদূরে শান্তি খুঁজে পেলেন রচনা, ক্যানডিডে হটকেক অভিনেত্রী

বাংলা সিনেজগতে হক বা টেলিজগতে রচনা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা সর্বদাই তুঙ্গে। ছবিতে অভিনয় করা অবশ্য বহুদিন হল ছেড়ে দিয়েছেন রচনা। তবে দীর্ঘ কয়েক বছর ধরে 'দিদি নং ওয়ান'র হাত ধরে তিনি এখন জনপ্রিয়তার শীর্ষে। দিদি হিসেবে তাঁকে বাংলার মানুষ অসংখ্য ভালবাসা দিয়েছে। রচনাকে বিকেলের সময় 'দিদি নং ওয়ান'-এ দেখা মানেই দর্শকমহলের দিন ভাল হয়ে যাওয়া। 

Adrika Das | Published : Jan 31, 2021 9:05 AM IST
18
'দিদি নং ১' নয়, কলকাতা থেকে সুদূরে শান্তি খুঁজে পেলেন রচনা, ক্যানডিডে হটকেক অভিনেত্রী

তাঁকে দিদি নং ওয়ানে সাধারণত শাড়িতে দেখা যায়। তবে এবারে একেবারেই ভিন্ন অবতারে ধরা দিলেন রচনা।

28


সুন্দরবনে ঘুরতে গিয়ে নিজের গ্ল্যামারের সাতকাহন নিয়ে ভাইরাল হলেন অভিনেত্রী তথা 'দিদি নং ১'র সঞ্চালিকা। 

38

বয়স প্রায় পঞ্চাশ ছুঁই ছুঁই, তবুও গ্ল্যামারে নেই কোনও খামতি। বরং ক্রমশ নিজের হটনেসে মুগ্ধ করছেন সকলকে। 

48

খোলা চুল চোখে রোদচশমা লাগিয়ে হেঁটে আসছেন ক্যামেরার দিকে। সুন্দরবনেই শান্তি খুঁজে পেলেন তিনি।

58

একের পর এক গ্ল্যামারাস ছবিগুলি পোস্ট করেছেন নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। যেখানে ইতিমধ্যেই লাইকের বন্যা বয়ে গিয়েছে। 

68

তাঁর এই উইন্টার ফ্যাশন রীতিমত নেটিজেনদের পছন্দের হয়ে উঠেছে। এই ধরণের পোশাকই হালকা শীতের জন্য পারফেক্ট। 

78

বন্ধুবান্ধব ও পরিবারের সঙ্গেও ছবি পোস্ট করেছেন রচনা। কখনও ডাব খাওয়া, কখনও লঞ্চে বসে হাওয়ায় মেতে ওঠা, আবার ক্যানডিড পোজে নিজেকে মেলে ধরা। 

88

হালকা বেগুনি রঙের সোয়েটশার্ট হোক বা নীল রঙের শ্রাগ স্টাইল পোশাক, রচনার ফ্যাশন টিপস পেতে আগ্রহী নেটদুনিয়ার মহিলারা। রচনা যে আজও নেটদুনিয়ার হটকে তাতে কোনও সন্দেহ নেই।  

Share this Photo Gallery
click me!

Latest Videos