Rachna Banerjee : রচনা কি ডিভোর্সি সিঙ্গল মাদার, স্বামীর সঙ্গে কেমন সম্পর্ক, জানালেন নিজেই

জনপ্রিয় রিয়্যালিটি শো 'দিদি নম্বর ওয়ান'-এর  পর থেকে টলিউড অভিনেত্রী হিসেবে নয়, বরং রচনা বন্দ্যোপাধ্যায়  'দিদি নম্বর ওয়ান' হিসেবেই সকলের কাছে বেশি পরিচিত। বিতর্ক থেকে শত যোজন দূরে থাকতেই পছন্দ করেন রচনা ব্যানার্জি। তবে অভিনেত্রীর ব্যক্তিগত জীবন জানার জন্য মুখিয়ে রয়েছে  অনুরাগীরা। রচনা কি ডিভোর্সি, রচনা কি সিঙ্গল মাদার, স্বামী প্রবালের সঙ্গেই কেমন সম্পর্ক,এই সমস্ত প্রশ্নের উত্তর দিলেন অভিনেত্রী নিজেই।

Riya Das | Published : Dec 14, 2021 3:32 AM IST
110
Rachna Banerjee : রচনা কি ডিভোর্সি সিঙ্গল মাদার, স্বামীর সঙ্গে কেমন সম্পর্ক, জানালেন  নিজেই

 'দিদি নম্বর ওয়ান' -মানেই একরাশ মন ভাল করা আড্ডা, অদম্য লড়াইয়ের কাহানি, হার না মানার ইচ্ছা, মজার খেলা , গিফট আরও কত কী। সকলের মনের কথা, কষ্ট প্রতিদিন শোনোন টলিউড অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। এবার দিদির মনের কথা জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা  (Rachna Banerjee) ।

210

জনপ্রিয় রিয়্যালিটি শো 'দিদি নম্বর ওয়ান'-এর  পর থেকে টলিউড অভিনেত্রী হিসেবে নয়, বরং রচনা বন্দ্যোপাধ্যায়  'দিদি নম্বর ওয়ান' হিসেবেই সকলের কাছে বেশি পরিচিত।  বিতর্ক থেকে শত যোজন দূরে থাকতেই পছন্দ করেন রচনা ব্যানার্জি  (Rachna Banerjee) । 

310

 অভিনেত্রীর ব্যক্তিগত জীবন জানার জন্য মুখিয়ে রয়েছে  অনুরাগীরা। এই মুহূর্তে রচনা রিলেশনশিপ স্ট্যাটাস কী, তা জানতে চাইছেন অনেকেই। কিন্তু দিদি খুব একটা নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে পছন্দ করেন না  (Rachna Banerjee)।

410

নিজের মতো করেই থাকতে পছন্দ করেন রচনা ব্যানার্জি  (Rachna Banerjee) ।  রিয়্যালিটি শো 'দিদি নম্বর ওয়ান'-এ একাধিকবার ছেলের কথা বললেও স্বামী প্রবালকে নিয়ে  স্পিকটি নট দিদি। তাই তার সম্পর্কের সমীকরণটা সকলেরই অজানা।

510

 রচনা কি ডিভোর্সি, রচনা কি সিঙ্গল মাদার, স্বামী প্রবালের সঙ্গেই কেমন সম্পর্ক,এই ধরনের প্রশ্ন অনেকের মাথাতেই ঘুরপাক খাচ্ছে দীর্ঘদিন ধরে। এবার সমস্ত প্রশ্নের উত্তর দিলেন অভিনেত্রী নিজেই  (Rachna Banerjee) ।

610

প্রথমসারির এক সংবাদমাধ্যমে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খোলেন  'দিদি নম্বর ওয়ান'-  রচনা ব্যানার্জি  (Rachna Banerjee)।  তিনি জানান হ্যাপিলি ম্যারেড এই তকমাটা নাকি তার সঙ্গে যায় না। তবে স্বামীর সঙ্গে ডিভোর্স হয়নি অভিনেত্রীর।

710

রচনা ব্যানার্জি বলেন, ছেলের জন্যই আমরা এখনও পর্যন্ত ডিভোর্স নিইনি। কারণ আমি চাই না যে আমার ছেলেকে এই ট্যাগটা দেওয়া হোক যে তার বাবা ও মা ডিভোর্সড। এবং এটা আমার ও আমার স্বামী প্রবালের মিলিত সিদ্ধান্ত  (Rachna Banerjee) ।

810

স্বামী প্রবালের সঙ্গে একসঙ্গে না থাকলেও তাদের সম্পর্ক বন্ধুর মতো। এখনও ছেলেকে নিয়ে একসঙ্গে খেতে যান তিনজনে। এমনকী ছেলের পরীক্ষা থাকলেও স্বামী বাড়িতে এসে থাকে এবং ছেলেকে পড়ায়। তিনজনে মিলে একসঙ্গে গল্প, হাসি-মজাও করেন  (Rachna Banerjee) ।

910

২০০৭ সালেই প্রবাল বসুকে বিয়ে করেন অভিনেত্রী রচনা ব্য়ানার্জি। তারপরই ছেলে প্রণিল  হয়। তবে নিজের বাবা ও ছেলের সঙ্গেই থাকতেন রচনা ব্যানার্জি। গত  ১৫ নভেম্বর বাবাকে হারিয়ে পিতৃহারা হয়েছেন টলি অভিনেত্রী তথা সকলের প্রিয় দিদি রচনা বন্দ্যোপাধ্যায়  (Rachna Banerjee) । 

1010

নিজের জীবনের সবচেয়ে কাছের মানুষ বাবা রবীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে শোকে কাতর রচনা। মৃত্যুকালে রচনার বাবার বয়স হয়েছিল ৮৪ বছর। দীর্ঘদিনের সঙ্গীকে হারিয়ে শোকাহত অভিনেত্রী। সদ্যই শোক কাটিয়ে ফের কাজে ফিরেছেন সকলের প্রিয় দিদি নম্বর ওয়ান রচনা বন্দ্যোপাধ্যায়  (Rachna Banerjee) । 

Share this Photo Gallery
click me!

Latest Videos